মঞ্চে আসছে নাট্যভূমির রাজাবলি
‘সকাল অশুভ আমাদের পদতলে’- এই স্লোগানকে ধারণ করে দেশীয় সংস্কৃতি লালন, প্রচার ও প্রসারে নাট্যচর্চা করে আসছে থিয়েটার সংগঠন নাট্যভূমি। এরই ধরাবাহিকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় দলটি আনছে নতুন নাটক ‘রাজাবলি’।
একাডেমির স্টুডিও থিয়েটার হলে ১০ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রয়েছে বহুলপ্রতিক্ষিত এ নাটকের উদ্বোধনী প্রদর্শনী। রবীন্দ্রনাথ ঠাকুর অনুসৃত ও ‘বাংলা মুভমেন্ট থিয়েটার’র শিল্প-নির্দেশনায় রচিত হয়েছে ড. মুকিদ চৌধুরী’র ‘রাজাবলি’। শাহজাহান শোভন নির্দেশিত এটি দলের ১৯তম প্রযোজনা।
ত্রিপুরার রাজ-পরিবারের ইতিহাস নিয়ে রচিত এ নাটকে প্রেমের অহিংস পূজার সঙ্গে হিংস্র শক্তি পূজার বিরোধিতাই মূল প্রতিপাদ্য বিষয়। পূজায় নৈবেদ্যর নামে পশুবলির মতো একটি জঘন্য প্রথার বিরুদ্ধে দাঁড়িয়ে ত্রিপুরার মহারাজা গোবিন্দমাণিক্য মন্দিরের পুরোহিত রঘুপতির ঈর্ষার কারণ হন। ঈর্ষাকাতর রঘুপতি দেবতার তুষ্টির কথা বলে ক্ষেপিয়ে তুলেন প্রজা-ভক্তদের এবং মহারাজাকে বলি বা হত্যা করতে এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হন। রঘুপতির সব ষড়যন্ত্রকে পাশ কাটিয়ে গোবিন্দমাণিক্য পশুবলি প্রথা বন্ধ করে অসুর শক্তিকে পরাস্ত করে মানবিক শক্তির উদ্বোধন ঘটান ত্রিপুরায়। এ ঘটনা নিয়েই নাটক ‘রাজাবলি’।
নাটেকর গল্প যেমন উত্তেজনাপূর্ণ, তেমনি পোশাক ও অঙ্গসাজ একেবারেই সমসাময়িক। বাঙ্গালি মুভমেন্ট থিয়েটার; শিল্পধারা থাকা একান্ত আবশ্যক বাঙালির উপাদান, মৃত্তিকা-পরিবেশ, উপমা-রূপক, কীর্তি-ঐতিহ্য, ভাষা-শব্দ সবই। এই ‘বাংলা মুভমেন্ট থিয়েটার’ শিল্পধারার জনক ড. মুকিদ চৌধুরী।
রাজাবলি নাটকের অভিনয়ে রয়েছেন- কামরুল ইসলাম, এস,এম আতিকুল ইসলাম, রাহিতুল আলম আপন, মুর্শিকুল আলম, রাজিব, সাইদুল হক, শাহজাহান শোভন, আদর, সিফাত আরা বন্যা, কলি, শিশির আহমেদ, ইমাম হোসেন ইমন, মোহসিনা শবনম, আয়েশা নাসরিন সুমি, আমেনা খাতুন মৌসুমী, রিয়া হাবিব প্রমুখ।
এলএ/এবিএস