ইয়েমেনে নৌকা ডুবে ৭০ জনের প্রাণহানি


প্রকাশিত: ০২:৩৪ এএম, ০৮ ডিসেম্বর ২০১৪

ইয়েমেনের কর্মকর্তারা বলছেন, দেশটির পশ্চিম উপকূলে অভিবাসী যাত্রী বোঝাই একটি নৌকা ডুবে গেলে অন্তত ৭০ জনের প্রাণহানি ঘটেছে।

নৌকার যাত্রীদের বেশিরভাগই ছিল ইথিওপিয়ার নাগরিক। প্রতিকূল আবহাওয়ার জন্য নৌকাটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। উন্নত জীবনের আশায় প্রতি বছর আফ্রিকা অঞ্চলের হাজার হাজার অভিবাসী মধ্য প্রাচ্য ও ইউরোপে যাবার জন্য ইয়েমেনকে একটি প্রবেশপথ হিসেবে ব্যবহার করে থাকে।

জাতিসংঘ বলছে গত এক বছরে এমন প্রায় দুশো মানুষ নৌকাডুবিতে মারা গেছেন। নিরাপত্তা কর্মীরা বলছেন, প্রবল বাতাস ও শক্তিশালী ঢেউয়ের কারণেই নৌকোডুবি হয়েছে।

সংবাদদাতা জানিয়েছেন, অপেক্ষাকৃত ছোটো নৌকায় করে সাগর পাড়ি দেবার সময় ৭০ জনের প্রাণহানি ঘটেছে। এইসব অভিবাসীরা ইয়েমেন-এর উত্তরে অবস্থিত সৌদি আরবে কাজের খোঁজে যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে বলেও জানিয়েছেন বিবিসির সংবাদদাতা।

মধ্যপ্রাচ্য ও ইউরোপে প্রবেশ করার জন্য অভিবাসীরা সাধারণত ইয়েমেনকে তাদের প্রবেশদ্বার হিসেবে ব্যবহার করে এবং এই পথে মানব পাচার একটি নিয়মিত ঘটনা। ভালো চাকুরী ও উন্নত জীবনের আশায় সৌদি আরব বা মধ্য প্রাচ্যের অন্যান্য দেশ এবং ইউরোপে ধনী দেশগুলোতে যাবার জন্য প্রতিবছর আফ্রিকা অঞ্চলের হাজার হাজার অভিবাসী জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে লোহিত সাগর পাড়ি দেয়।

এভাবে জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড় হতে গিয়ে গত ১২ মাসে সমুদ্রে ডুবে অন্তত দুইশ’রও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে গত অক্টোবর মাসে জানিয়েছিল জাতিসংঘের শরণার্থী সংস্থা। সেসময় জাতিসংঘ আরো বলেছিল যে, যেসব অভিবাসী অবৈধ পথে সাগর পাড়ি দেয় অনেক সময়ই তারা খারাপ আচরণ, অন্যায় ব্যবহার, নির্যাতন ও ধর্ষণের মত সহিংস ঘটনার শিকার হয়। খবর: বিবিসি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।