সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ০৮ মে ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০০ পিএম, ০৮ মে ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

কথাসাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই
দুই বাংলায় সমান জনপ্রিয় ও ‘কালবেলা’ উপন্যাসের অমর স্রষ্টা ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই। সোমবার (৮ মে) সন্ধ্যা পৌনে ৬টার দিকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮১ বছর।

ইউক্রেনজুড়ে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার
ইউক্রেনে সোমবার (৮ মে) বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। চলতি মাসে ইউক্রেনীয়দের ওপর এটিই বৃহত্তম ড্রোন হামলা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিপক্ষে সোভিয়েত বাহিনীর বিজয় উদযাপনে ৯ মে ছুটির দিনের আগে ইউক্রেনজুড়ে তীব্র এই হামলা চালালো রুশ বাহিনী। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার জন্য ৬০টি কামিকাজে ড্রোন পাঠিয়েছিল রাশিয়া।

কাশ্মীরের চেয়েও বড় লিথিয়াম খনির সন্ধান রাজস্থানে
ভারতের জন্য বিশাল সুখবর! জম্মু-কাশ্মীরের পর এবার ‘সাদা সোনা’খ্যাত লিথিয়ামের বিশাল খনির সন্ধান মিলেছে রাজস্থানে। জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (জিএসআই) কর্মকর্তারা বলছেন, নতুন খনিতে যে পরিমাণ লিথিয়াম রয়েছে, তা দিয়ে ভারতের ৮০ শতাংশ চাহিদাই পূরণ করা সম্ভব। সেটি হলে মূল্যবান ধাতুটির জন্য আর চীনের ওপর অতিনির্ভরশীল থাকতে হবে না তাদের।

পেরুতে সোনার খনিতে আগুন, নিহত ২৭
পেরুর দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত অঞ্চলের একটি সোনার খনিতে আগুন লেগেছে। এতে এখন পর্যন্ত অন্তত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দক্ষিণ আমেরিকার দেশটির ইতিহাসে এটি অন্যতম প্রাণঘাতী খনি দুর্ঘটনা। দুর্ঘটনার পরই সেখানে ভুক্তভোগীদের স্বজনরা ভিড় জমাতে শুরু করে। এসময় প্রিয়জনদের খোঁজে অনেকেই কাঁন্নায় ভেঙে পড়েন।

মন্দার আশঙ্কা কমায় বাড়লো জ্বালানি তেলের দাম
যুক্তরাষ্ট্রে মন্দার আশঙ্কা কমতে শুরু করেছে। তাই এশিয়ার বাণিজ্যে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে। এর আগে টানা তিন সপ্তাহ তেলের দাম কম ছিল। সোমবার সকালের দিকে দেখা গেছে, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬ সেন্ট বেড়ে ৭৫ দশমিক ৩৬ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেলপ্রতি ৮ সেন্ট বেড়ে ৭১ দশমিক ৪২ ডলার হয়েছে।

ইউক্রেনকে এস-৪০০ দেওয়ার মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান তুরস্কের
রাশিয়া থেকে পাওয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ইউক্রেনকে দেওয়ার জন্য তুরস্কের প্রতি অনুরোধ জানিয়েছিল মার্কিন সরকার। কিন্তু তুর্কি সরকার তা প্রত্যাখ্যান করেছে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লু রোববার হাবেরতুর্ক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানান।

মণিপুর ছেড়ে পালাচ্ছে মানুষ, মিজোরামে শরণার্থীর ঢল
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ছড়িয়ে পড়া জাতিগত সংঘাতে অন্তত ৫৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আতঙ্কে ঘর ছাড়ছে হাজার হাজার মানুষ। মণিপুর থেকে প্রায় ৬০০ জন পার্শ্ববর্তী মিজোরামে আশ্রয় নিয়েছে, যারা প্রায় সবাই কুকি-চিন-মিজো জনগোষ্ঠীর মানুষ। অন্য রাজ্যগুলো তাদের বাসিন্দাদের মণিপুর থেকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। বিশেষ প্লেন পাঠিয়ে তাদের নিজ নিজ রাজ্যে ফিরিয়ে নেওয়া হচ্ছে।

বিতর্কিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করলো পশ্চিমবঙ্গ
বিতর্কিত বলিউড সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’র প্রদর্শন নিষিদ্ধ করলো পশ্চিমবঙ্গ। নবান্ন থেকে এই ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তিনি বলেছেন, শান্তি-সৌহার্দ্য বজায় রাখতেই রাজ্যাটিতে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করা হয়েছে।

টেক্সাসে গাড়ি চাপায় ৭ জন নিহত
যুক্তরাষ্ট্রের টেক্সাসে এবার গাড়ি চাপায় ৭ পথচারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন। অঙ্গরাজ্যেটির ব্রাউনসভিল শহরে এ ঘটনা ঘটে। এরই মধ্যে ঘাতক গাড়িচালককে হেফাজতে নেওয়া হয়েছে। ব্রাউনসভিল পুলিশ বিভাগের লেফটেন্যান্ট মার্টিন স্যান্ডোভাল বলেছেন, বেপরোয়া গাড়ি চালানোর জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে আরও অভিযোগ আনা হতে পারে।

কেরালায় পর্যটকবাহী নৌকাডুবে ২০ জনের প্রাণহানি
ভারতের কেরালা রাজ্যে একটি পর্যটকবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। উল্টে যাওয়া নৌকার নিচে আরও অনেকে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

কেএএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।