পাকিস্তান

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর চেয়ে প্রধান বিচারপতির বেতন বেশি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩০ পিএম, ১৮ মে ২০২৩
পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল, রাষ্ট্রপতি আরিফ আলভি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ছবি সংগৃহীত

পাকিস্তানে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর চেয়েও অনেক বেশি বেতন পান দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতিরা। সরকারি চাকরিতে বেতনের দিক থেকে দেশটিতে সবার ওপরে রয়েছেন প্রধান বিচারপতি। এরপর সুপ্রিম কোর্টের বিচারপতিরা। তৃতীয় অবস্থানে রয়েছেন রাষ্ট্রপতি। আর দক্ষিণ এশীয় দেশটির বর্তমান প্রধানমন্ত্রী যে বেতন পান তা কেন্দ্রীয় মন্ত্রীদের চেয়েও কম। গত মঙ্গলবার (১৬ মে) পাকিস্তানের পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) কাছে পেশ করা নথিতে এসব তথ্য উঠে এসেছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজের খবরে বলা হয়েছে, পিএসি’র বৈঠকে কমিটির চেয়ারম্যান নুর খান জানিয়েছেন, পাকিস্তানের প্রেসিডেন্টের বর্তমান বেতন মাসে ৮ লাখ ৯৬ হাজার ৫৫০ রুপি এবং প্রধানমন্ত্রীর বেতন ২ লাখ ১ হাজার ৫৭৪ রুপি। প্রধান বিচারপতি বেতন পান প্রতি মাসে ১৫ লাখ ২৭ হাজার ৩৯৯ রুপি, যা পাকিস্তানে সর্বোচ্চ। এরপর সুপ্রিম কোর্টের বিচারপতিরা পান ১৪ লাখ ৭০ হাজার ৭১১ রুপি।

পাকিস্তানে কেন্দ্রীয় মন্ত্রীদের মাসিক বেতন ৩ লাখ ৩৮ হাজার রুপি, সংসদ সদস্যদের বেতন ১ লাখ ৮৮ হাজার রুপি এবং ২২তম গ্রেডের (সশস্ত্র বাহিনীর চার তারকা পদের সমান) কর্মকর্তারা পান প্রতি মাসে ৫ লাখ ৯১ হাজার ৪৭৫ রুপি।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিরা বেতন ছাড়াও কী কী সুযোগ-সুবিধা পান, তা জানতে চেয়েছিল পিএসি। কিন্তু সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মঙ্গলবারের বৈঠকে হাজির না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে কমিটি। তাকে আগামী সপ্তাহের বৈঠকে সর্বোচ্চ আদালতের অন্তত ১০ বছরের ব্যয়ের হিসাব কমিটির কাছে পেশ করার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারির হুঁশিয়ারি দিয়েছে পিএসি।

কমিটির চেয়ারম্যান বলেছেন, পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রধান অ্যাকাউন্টিং অফিসার যদি পিএসির সামনে হাজির না হন, তাহলে বাকি প্রতিষ্ঠানগুলো কেন জবাবদিহি করবে।

অ্যাটর্নি জেনারেল মনসুর আওয়ান বলেছেন, সুপ্রিম কোর্টের ব্যয় অডিট করা যেতে পারে এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটি সেই অডিট রিপোর্ট পর্যালোচনা করতে পারে।

কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।