সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৮ মে ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩১ পিএম, ১৮ মে ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

সরকার গঠনে আত্মবিশ্বাসী থাইল্যান্ডের সংস্কারপন্থিরা
থাইল্যান্ডের নির্বাচনে জয়ী হওয়া সংস্কারপন্থি দলের নেতা বলছেন, নতুন জোট সরকার গঠনের বিষয়ে তিনি পুরোপুরি আত্মবিশ্বাসী। পিটা লিমজারোয়েনরাত বলছেন, তার মুভ ফরোয়ার্ড পার্টি অন্য সাতটি দলের সঙ্গে জোটবদ্ধ হয়েছে। ইতোমধ্যেই তারা ৩১৩টি আসনে ভোট পেয়েছে। এ নির্বাচনের মাধ্যমে প্রায় এক দশক ধরে চলা সামরিক শাসন প্রত্যাখ্যান করতে যাচ্ছে দেশটির সাধারণ মানুষ। মুভ ফরোয়ার্ড পার্টিকে ভোট দিয়েছে ৩৬ শতাংশের বেশি ভোটার। থাইল্যান্ডের পার্লামেন্টের নিম্নকক্ষ ৫০০টি নির্বাচিত আসন নিয়ে গঠিততবে পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের ২৫০টি আসনের নিয়োগ দিয়ে থাকে দেশটির সেনাবাহিনী। সে কারণেই আশঙ্কা করা হচ্ছে যে, সামরিক কর্মকর্তারা নতুন প্রশাসনকে হয়তো আটকে দিতে পারেন।

কিয়েভে ৩০ দফা ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার
ইউক্রেনের রাজধানী কিয়েভের আকাশে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। প্রায় ৩০টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এ নিয়ে চলতি মাসে কিয়েভে নয়বার হামলা চালালো রুশ সেনারা। কিয়েভের কর্তৃপক্ষ জানিয়েছে, তারা প্রায় সবগুলো ক্ষেপণাস্ত্রই প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রে ধ্বংসাবশেষের কারণে দুই জেলায় বেশ কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে বলে জানানো হয়। কর্মকর্তারা জানিয়েছেন, কৃষ্ণসাগরের ওডিসা বন্দরে একটি ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত এবং আরও দুজন আহত হয়েছে। এছাড়া মধ্য-পশ্চিমাঞ্চলীয় ভিনিতসিয়া, খেমেলনিতৎস্কি এবং ঝিতোমির অঞ্চলেও ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইউক্রেনের বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়া এক রাতেই ৩০টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এর মধ্যে ২৯টিই প্রতিহত করা সম্ভব হয়েছে। এর আগে গত বুধবার খেরসন শহরের কাছে হামলার ঘটনায় পাঁচ বছর বয়সী এক শিশুসহ কমপক্ষে ৮ জন নিহত হয়। এছাড়া আহত হয় আরও ১৭ জন।

অভ্যুত্থানের পর থেকে ১০০ কোটি ডলারের অস্ত্র কিনেছে মিয়ানমার
সবশেষ সামরিক অভ্যুত্থানের পর থেকে প্রায় ১০০ কোটি মার্কিন ডলার সমমূল্যের অস্ত্র বা সামরিক সরঞ্জাম কিনেছে মিয়ানমার। এর বেশিরভাগই দিয়েছে রাশিয়া, চীন, সিঙ্গাপুর, ভারত ও থাইল্যান্ড। মিয়ানমারে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি টম অ্যান্ড্রু গত বুধবার (১৭ মে) এক লিখিত প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছেন। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে সামরিক জান্তা। এরপর থেকে ২০২২ সালের ডিসেম্বর মাস পর্যন্ত বিপুল অস্ত্রশস্ত্র কিনেছে দক্ষিণপূর্ব এশিয়ার দেশটি। প্রতিবেদনে বলা হয়েছে, এই অস্ত্র ও অস্ত্র তৈরির উপকরণগুলো নৃশংস অপরাধের প্রমাণ থাকা সত্ত্বেও মিয়ানমার সামরিক বাহিনীর কাছে নিরবচ্ছিন্নভাবে সরবরাহ করা হচ্ছে। প্রতিবেদনে ১২ হাজার ৫০০টিরও বেশি ক্রয় বা রেকর্ডকৃত চালানের কথা উল্লেখ করা হয়েছে, যা সরাসরি মিয়ানমারের সামরিক বাহিনী বা তাদের পক্ষে কাজ করা অস্ত্র ব্যবসায়ীদের কাছে পৌঁছানো হয়েছে।

শস্য চুক্তির মেয়াদ আরও দুই মাস বাড়াতে সম্মত রাশিয়া
ইউক্রেনের সঙ্গে শস্য চুক্তির মেয়াদ আরও দুই মাস বাড়ানোর বিষয়ে সম্মতি জানিয়েছে রাশিয়া। গত বছরের জুলাইতে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় দুদেশের মধ্যে এই চুক্তি হয়েছিল। প্রথমে ১২০ দিনের জন্য চুক্তি হলেও পরে কয়েক দফায় চুক্তির মেয়াদ বাড়ানো হয়। এর ফলে কৃষ্ণ সাগর দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে শস্য রপ্তানি প্রক্রিয়া চালু রাখা যাবে। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রাশিয়ার আকস্মিক হামলার পর বিভিন্ন দেশে শস্য রপ্তানি বন্ধ হয়ে যায়। এতে সারাবিশ্বেই সংকট তৈরি হয়। এদিকে বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান জানিয়েছেন, কৃষ্ণসাগর দিয়ে শস্য সরবরাহে চুক্তির মেয়াদ দুই মাসের জন্য বাড়ানো হয়েছে। টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, আমি আপনাদের একটি ভালো খবর দিতে চাই। আমাদের দেশের প্রচেষ্টা, রাশিয়ান বন্ধুদের সহযোগিতায় এবং ইউক্রেনের বন্ধুদের অংশগ্রহণে ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভের মেয়াদ আরও দুই মাস বাড়ানো হয়েছে।

পাকিস্তানে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর চেয়ে প্রধান বিচারপতির বেতন বেশি
পাকিস্তানে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর চেয়েও অনেক বেশি বেতন পান দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতিরা। সরকারি চাকরিতে বেতনের দিক থেকে দেশটিতে সবার ওপরে রয়েছেন প্রধান বিচারপতি। এরপর সুপ্রিম কোর্টের বিচারপতিরা। তৃতীয় অবস্থানে রয়েছেন রাষ্ট্রপতি। আর দক্ষিণ এশীয় দেশটির বর্তমান প্রধানমন্ত্রী যে বেতন পান তা কেন্দ্রীয় মন্ত্রীদের চেয়েও কম। গত মঙ্গলবার (১৬ মে) পাকিস্তানের পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) কাছে পেশ করা নথিতে এসব তথ্য উঠে এসেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজের খবরে বলা হয়েছে, পিএসি’র বৈঠকে কমিটির চেয়ারম্যান নুর খান জানিয়েছেন, পাকিস্তানের প্রেসিডেন্টের বর্তমান বেতন মাসে ৮ লাখ ৯৬ হাজার ৫৫০ রুপি এবং প্রধানমন্ত্রীর বেতন ২ লাখ ১ হাজার ৫৭৪ রুপি। প্রধান বিচারপতি বেতন পান প্রতি মাসে ১৫ লাখ ২৭ হাজার ৩৯৯ রুপি, যা পাকিস্তানে সর্বোচ্চ। এরপর সুপ্রিম কোর্টের বিচারপতিরা পান ১৪ লাখ ৭০ হাজার ৭১১ রুপি।

আমাজনে প্লেন বিধ্বস্ত: দু’সপ্তাহ পর জীবিত উদ্ধার ৪ শিশু
আমাজনের গভীর জঙ্গলে প্লেন বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন প্রাপ্তবয়স্ক তিন আরোহী। কিন্তু অলৌকিকভাবে বেঁচে গেছে চার শিশু, যাদের মধ্যে একজনের বয়স মাত্র ১১ মাস। আরও আশ্চর্যজনক বিষয় হলো, দুর্ঘটনার প্রায় দু’সপ্তাহ পরে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে চারজনকেই। জানা যায়, দুর্ঘটনাটি ঘটেছে আমাজনের কলম্বিয়া অংশে। কলম্বিয়ান প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বুধবার (১৭ মে) এক টুইটে বলেছেন, সশস্ত্র বাহিনীর কঠোর অনুসন্ধান প্রচেষ্টায় গুয়াভিয়ারে প্লেন দুর্ঘটনায় নিখোঁজ চার শিশুকে জীবিত খুঁজে পেয়েছি। এ ঘটনা দেশের জন্য আনন্দের বিষয় বলে উল্লেখ করেছেন তিনি। গত ১ মে আমাজনের গভীর জঙ্গলে বিধ্বস্ত হয় প্লেনটি। এতে প্রাপ্তবয়স্ক তিন আরোহী নিহত হন এবং নিখোঁজ হয় চার শিশু। তাদের সবচেয়ে বড়জনের বয়স মাত্র ১৩ বছর। বাকিদের বয়স নয় বছর, চার বছর ও ১১ মাস মাত্র। নিখোঁজ শিশুদের উদ্ধারে প্রশিক্ষিত কুকুরসহ শতাধিক সৈন্য পাঠানো হয় জঙ্গলে। উদ্ধারকারীদের বিশ্বাস ছিল, দুর্ঘটনার পর থেকে দক্ষিণ ক্যাকুয়েটা বিভাগের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল তারা।

ইমরানের বাড়িতে ৩০-৪০ ‘সন্ত্রাসী’, দুপুরের পর অভিযান
পাকিস্তানের সাবেক প্রধানমমন্ত্রী ইমরান খানের বাড়ি ঘিরে আবারও উত্তেজনা বাড়তে শুরু করেছে। লাহোরের জামান পার্কের বাড়িটি ঘিরে রেখেছে বিপুল সংখ্যক পুলিশ। পিটিআই প্রধান দাবি করেছেন, তাকে যেকোনো সময় গ্রেফতার করা হতে পারে। দলীয় নেতাকর্মীদের ওপর পুলিশি নির্যাতনেরও অভিযোগ করেছেন তিনি। তবে পাঞ্জাবের তত্ত্বাবধায়ক সরকারের তথ্যমন্ত্রী আমির মির বলেছেন, ইমরান খানের বাড়ির ভেতরে ৩০ থেকে জন ‘সন্ত্রাসীকে’ লুকিয়ে রাখা হয়েছে। এরা গত সপ্তাহে পিটিআই প্রধানের গ্রেফতার পরবর্তী সহিংসতার সময় বিভিন্ন সামরিক স্থাপনায় হামলায় জড়িত। কথিত এসব সন্ত্রাসীকে হস্তান্তর করতে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। স্থানীয় সময় দুপুর ২টায় শেষ হবে এই ডেডলাইন। এরপরেই ইমরানের বাড়িটিতে অভিযান শুরু হবে বলে জানিয়েছেন পাঞ্জাবের তথ্যমন্ত্রী।

ভারতে নির্বাচনে জিতলেন মৃত নারী
দু’সপ্তাহ আগে মৃত্যু হয়েছিল এক নারী প্রার্থীর। অথচ তিনিই কি না অন্য সব প্রার্থীকে পেছনে ফেলে নির্বাচনে বিজয়ী হয়েছেন! সম্প্রতি অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে। বার্তা সংস্থা এএফপি’র খবরে জানা যায়, ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্যটিতে পৌরসভা নির্বাচনের মাত্র ১২ দিন আগে ফুসফুস ও পেটের সংক্রমণে মারা যান আশিয়া বি নামে ওই নারী প্রার্থী। কিন্তু নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গেলে ব্যালট থেকে কারও নাম মুছে ফেলার পদ্ধতি নেই সেখানে। ফলে আশিয়া মারা গেলেও ব্যালটে তার নাম থেকে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কর্মকর্তা ভগবান শরণ। মৃত ওই নারী বিজনোর জেলার পৌরসভায় একটি পদের জন্য লড়েছিলেন। নির্বাচনের ফলাফলে দেখা যায়, তিনি প্রায় ৪৪ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ৩০ বছর বয়সী আশিয়া জীবনে এই প্রথমবার ভোটে দাঁড়িয়েছিলেন। আর তাতেই বাজিমাত। কিন্তু সেই সাফল্য দেখে যাওয়ার সৌভাগ্য হলো না তার।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।