সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ২৯ মে ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ানের জয়
টানা তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেমাল কিলিচদারগলুর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট। নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) নেতা এরদোয়ান ৫২ দশমিক ১২ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে প্রধান বিরোধীদল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) কেমাল পেয়েছেন ৪৭ দশমিক ৮৮ শতাংশ ভোট।

আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা স্প্যানিশ প্রধানমন্ত্রীর
আঞ্চলিক নির্বাচনে ক্ষমতাসীন দলের ভরাডুবি দেখে আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সোমবার (২৯ মে) তিনি বলেছেন, পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিষয়টি এরই মধ্যে রাজা ষষ্ঠ ফিলিপকে জানানো হয়েছে। আগামী ২৩ জুলাই অনুষ্ঠিত হবে স্পেনের জাতীয় নির্বাচন।

রাশিয়ার বিমান হামলায় পুড়ছে কিয়েভ
ইউক্রেনের রাজধানী কিয়েভে একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। সোমবার (২৯ মে) যে হামলা চালানো হয়েছে তাতে কিয়েভের বেশ কিছু জায়গায় বিষ্ফোরণে ঘটনা ঘটে। সেখানে চলতি মাসে এটি রাশিয়ার ১৫তম বিমান হামলা। এর আগের দিনও শহরটিতে হামলা চালিয়েছে রাশিয়া।

ফের উত্তপ্ত মণিপুর, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ৪০
ফের উত্তপ্ত ভারতের মণিপুর রাজ্য। রোববার (২৮ মে) মণিপুরের বেশ কিছু জায়গায় নিরাপত্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। সেখানের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত ৪০ বিদ্রোহী নিহত হয়েছেন। রাজ্যটিতে শৃঙ্খলা ফেরানোর জন্য তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

১০০ বছরের রেকর্ড ভাঙলো সাংহাইয়ের তাপমাত্রা
১০০ বছরের মধ্যে মে মাসের সবচেয়ে উত্তপ্ত দিন পার করলো সাংহাই। গত সোমবার (২৯ মে) চীনা শহরটিতে একপর্যায়ে তাপমাত্রা উঠেছিল ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা সেখানকার মে মাসের সর্বোচ্চ তাপমাত্রার ১০০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। সাংহাইয়ের আবহাওয়া সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে জানায়, সোমবার স্থানীয় সময় দুপুর ১টা ৯ মিনিটে জুজিয়াহুই মেট্রো স্টেশনে তাপমাত্রা ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস (৯৭ ডিগ্রি ফারেনহাইট) ছুঁয়েছিল।

প্রথমবার মহাকাশে বেসামরিক নভোচারী পাঠাচ্ছে চীন
নিজেদের তিয়ানগং মহাকাশ স্টেশনে প্রথমবারের মতো কোনো বেসামরিক নভোচারীকে পাঠাচ্ছে চীন। দেশটির মহাকাশ মিশনের অংশ হিসেবেই মঙ্গলবার (২৯ মে) তাকে পাঠানো হবে। সোমবার চীনের মহাকাশ সংস্থা জানিয়েছে, মঙ্গলবার উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে পেলোড বিশেষজ্ঞ গুই হাইচাও যাত্রা করবেন। এখন পর্যন্ত চীন যাদের মহাকশ স্টেশনটিতে পাঠিয়েছে তারা সবাই পিপলস লিবারেশন আর্মির সদস্য।

পশ্চিমবঙ্গে একমাত্র বিধায়ককেও হারালো কংগ্রেস
তিন মাসও কাটলো না, তার আগেই মুখথুবড়ে পড়লো বামফ্রন্ট-জাতীয় কংগ্রেস জোট। তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গে জাতীয় কংগ্রেসের একমাত্র বিধায়ক বাইরন বিশ্বাস। সোমবার (২৯ মে) ঘাটালে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ঘাসফুলের পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি।

প্রেমের টানে বাংলাদেশে এসে গ্রেফতার, ৩ বছর পর ভারতে ফিরলেন যুবক
ফোনে মিসড কল থেকে বাংলাদেশের এক তরুণীর সঙ্গে আলাপ হয়েছিল ভারতের এক যুবকের। একপর্যায়ে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। একসময় প্রেমিকার সঙ্গে দেখা করতে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে চলে আসেন প্রেমিক। কিন্তু প্রেমিকার সঙ্গে দেখা করে ফেরার পথে বিজিবির হাতে ধরা পড়েন তিনি। সেই থেকে প্রায় তিন বছর বাংলাদেশের কারাগারে বন্দি ছিলেন। অবশেষে মুক্তি পেয়ে ভারতে ফিরেছেন আমফান শেখ নামে ওই যুবক।

বাজেটে মোবাইল ফোনে শুল্ক কমানোর কথা ভাবছে পাকিস্তান
আসন্ন বাজেটে মোবাইল ফোনের ওপর শুল্ক কমানোর কথা ভাবছে পাকিস্তান সরকার। দেশটির কেন্দ্রীয় রাজস্ব বোর্ড ২০২৩-২০২৪ অর্থ বছরে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে। এর আগে পাকিস্তান সরকার মোবাইল ফোনের ওপর ১০০ থেকে ১৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে। জানা গেছে, আগামী ৯ জুন নতুন বাজেট ঘোষণা করা হবে দেশটিতে। এতে মোবাইল ব্যবসায়ীদের চাওয়া-পাওয়ার প্রতিফলন ঘটতে পারে।

কানাডায় দাবানল: এবার পূর্বাঞ্চলীয় এক শহরে জরুরি অবস্থা জারি
কানাডার পূর্বাঞ্চলীয় শহর হ্যালিফ্যাক্সে রোববার (২৮ মে) গভীর রাতে দাবানলের কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এরই মধ্যে সেখান থেকে বহু নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে বিদ্যুৎ সরবরাহ। নোভা স্কটিয়া প্রদেশের রাজধানীর পৌর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, জরুরি সার্ভিসের কর্মীরা মানুষকে নিরাপদ রাখতে ও দাবানলের কারণে সৃষ্ট হুমকি কমাতে ২৪ ঘণ্টা কাজ করছে।

কেএএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।