ভারত
২২ বার ছুরিকাঘাত করে কিশোরীকে হত্যা, বন্ধু গ্রেফতার

ভারতের রাজধানী নয়া দিল্লিতে এক কিশোরীকে অন্তত ২২ বার ছুরিকাঘাত করে হত্যা করেছে তার প্রেমিক। নিস্তেজ হয়ে যাওয়ার পরও বিশাল আকারের একটি পাথর দিয়ে অন্তত ১০ বার আঘাত করে থেঁতলে দেওয়া হয় ১৬ বছর বয়সী ওই কিশোরীর মাথা। রোববার (২৮ মে) দিল্লির রোহিনি এলাকায় একটি জনাকীর্ণ রাস্তার পাশে এ ঘটনা ঘটে।
সোমবার (২৯ মে) ২০ বছর বয়সী সাহিল নামের ওই অভিযুক্ত প্রেমিককে উত্তর প্রদেশের বুলান্দশহর থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
আরও পড়ুন: সমুচার দাম ৪০০ টাকা!
ঘটনাস্থল কাছে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ওই কিশোরীকে মুহুর্মুহু ছুরিকাঘাত ও পাথর দিয়ে আঘাত করার সময় পাশ দিয়েই হেঁটে যাচ্ছে অসংখ্য মানুষ। তবে কেউ তাকে বাঁচাতে যাচ্ছে না, এমনকি প্রতিবাদও করছে না।
পুলিশ জানায়, কিশোরীকে টানা ২২ বার আঘাত করার পর একপর্যায়ে ছুরিটি তার শরীরে আটকে যায়। তখনই পাশে পড়ে থাকা বিশাল আকারের একটি পাথর দুই হাতে তুলে নেয় কথিত প্রেমিক সাহিল ও তা দিয়ে কিশোরীর মাথায় একের পর এক আঘাত করতে থাকে।
আরও পড়ুন: ফের উত্তপ্ত মণিপুর, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ৪০
পুলিশ আরও জানায়, নিহত কিশোরী আর সাহিলের মধ্যে ঝগড়া হয়েছিল। পরে ওই কিশোরী তার এক বন্ধুর ছেলের জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার পথে তাকে ছুরি হাতে অনুসরণ করতে থাকে সাহিল। একপর্যায়ে কিশোরীর ওপর নৃশংস হামলাটি চালায়।
নিহত কিশোরীর মা দাবি করেছেন, তিনি মেয়ের হত্যাকারীকে চেনেন না। সাহিলের মৃত্যুদণ্ড দাবি করেছেন তিনি।
ঘটনাটি ভারতজুড়ে সাড়া ফেলেছে। এ ঘটনায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক টুইটে লিখেছেন, একটি অল্প বয়সী মেয়েকে দিল্লিতে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এটা খুবই দুঃখজনক ও অপ্রত্যাশিত। অপরাধীদের ভয়-ডর একেবারেই উঠে গেছে। লেফটেন্যান্ট গভর্নর স্যার, আইন ও প্রয়োগ আপনার দায়িত্ব। দয়া করে কিছু করুন।
আরও পড়ুন: ভারতের নতুন সংসদ ভবনের দিকে বিক্ষোভের চেষ্টা নারী অ্যাথলেটদের
এ ঘটনার প্রতিক্রিয়ায় দিল্লির নারীপক্ষের প্রধান স্বতি মালিওয়াল এক বিবৃতিতে বলেন, ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। অনেকের চোখের সামনে ঘটলেও কেউ কিছু বলেনি। নারীদের জন্য দিল্লি এখন ভয়ানক অনিরাপদ হয়ে গেছে।
সূত্র: এনডিটিভি
এসএএইচ/জেআইএম