সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৩১ মে ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০১ পিএম, ৩১ মে ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

ইরান দখলের হুমকি তালেবানের

শিগগিরই ইরান দখল করে নেওয়ার হুমকি দিয়েছে তালেবান। রোববার (২৮ মে) এক ভিডিও বার্তায় এ হুমকি দেন সংগঠনটির শীর্ষ নেতা আব্দুল হামিদ খোরাসানি ওরফে নাসের বদরি। ওইদিন ইরান-আফগানিস্তান সীমান্তে বিতর্কিত জলসীমা নিয়ে তালেবান ও ইরানি বাহিনীর মধ্যকার সংঘর্ষে তিনজন নিহত হওয়ার পর এ হুমকি দেয় তালেবান।

মিয়ানমারে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প, কাঁপলো ভারত-চীন

প্রতিবেশী দেশ মিয়ানমারে ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমকম্প আঘাত হেনেছে। বুধবার (৩১ মে) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে দেশটির দক্ষিণ-পশ্চিম কাচিন রাজ্যে এ ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মাইতকিনা শহর থেকে প্রায় ১২৫ কিলোমিটার (৭৮ মাইল) পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে।

রুশদের ভয় দেখানোর চেষ্টা করছে ইউক্রেন: পুতিন

মস্কোতে ড্রোন হামলার মাধ্যমে ইউক্রেন রুশ নাগরিকদের ভয় দেখাতে চাইছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (৩০ মে) মস্কোর আবাসিক এলাকায় ড্রোন হামলার পর এমন মন্তব্য করেন তিনি। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থার প্রতিবেদন থেকে জানা যায়, ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার বেসামরিক নাগরিকদের নিশানা করা হয়েছে, কিন্তু আমাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সন্তোষজনকভাবে শত্রুর হুমকি মোকাবিলা করেছে।

কাতারের প্রধানমন্ত্রী-তালেবান প্রধানের গোপন বৈঠক

চলতি মাসে তালেবানের সর্বোচ্চ নেতার সঙ্গে একটি গোপন বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রাহমান আল-থানি। তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশটির সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পর্কের অবনতি ঘটে। সেই সম্পর্ক স্বাভাবিক করতেই তাদের দুজনের মধ্যে এই বৈঠক হয়েছে বলে জানা গেছে। দুপক্ষের ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

পশ্চিমা দেশগুলোর কাছে এরদোয়ান কেন গুরুত্বপূর্ণ?

রিসেপ তাইয়্যেপ এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হওয়ার পর তাকে অভিনন্দন জানাতে বিশ্বনেতাদের মধ্যে যে তাড়াহুড়ো লক্ষ্য করা গেছে, তাতে আন্তর্জাতিক অঙ্গনে দেশটির কৌশলগত গুরুত্ব সম্পর্কে শক্ত ধারণা পাওয়া যায়। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে তুরস্কের গুরুত্ব আরও বেড়ে গেছে।

উত্তর কোরিয়ার গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ ব্যর্থ

উত্তর কোরিয়ার প্রথম স্পেস স্যাটেলাইট উৎক্ষেপণের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। দেশটির প্রথম স্পেস স্যাটেলাইট উৎক্ষেপণের পরপরই সাগরে ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে। রকেট উৎক্ষেপণের পরপরই জাপানে ওকিনাওয়ার বাসিন্দাদের সতর্ক করা হয়। কিন্তু পরবর্তীতে জানানো হয় যে, তাদের ভূখণ্ডে সেটি আঘাত হানার কোনও আশঙ্কা নেই।

কানাডায় ভয়াবহ দাবানল

কানাডার নোভা স্কোশিয়া প্রদেশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এরই মধ্যেই সেখানকার বেশকিছু বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে। রাজ্যটির হ্যালিফ্যাক্স শহর ও নিকটবর্তী এলাকাগুলো থেকে প্রায় ১৬ হাজার ৪শ মানুষ নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছে। স্থানীয় সময় রোববার দাবানলের কারণে সেখানে জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয় হ্যালিফ্যাক্সের স্থানীয় প্রশাসন।

নিউজিল্যান্ড উপকূলে ৬.২ মাত্রার ভূমিকম্প

নিউজিল্যান্ডের দক্ষিণ উপকূলে আঘাত হেনেছে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। বুধবার (৩১ মে) দেশটির অকল্যান্ড দ্বীপের কাছে আঘাত হানে এ ভূকম্পন। তবে এর জন্য কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

চীন সফরে ইলন মাস্ক

চীনে সফর করছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। তিন বছরের বেশি সময় পর বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশটিতে এটাই তার প্রথম ভ্রমণ। স্থানীয় সময় মঙ্গলবার সকালে বেইজিংয়ে পৌঁছান তিনি। সাংহাইয়ে অবস্থিত টেসলার বৃহত্তম উৎপাদন কেন্দ্রে তিনি সফর করবেন বলে জানা গেছে।

অমর্ত্য সেনের জমি সংক্রান্ত মামলার শুনানি পেছালো

নোবেল বিজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেনের জমি সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে গেলো। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ১৩ জুন। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনে অমর্ত্য সেনের বাড়ি ‘প্রতীচী’তে, তার নামে থাকা ১৩ শতক জমি ফেরত চেয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে সময়সীমা বেঁধে দিয়েছিল, গত ৪ মে তার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্ট।

এসএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।