সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২ জুন ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ০২ জুন ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ে হেরে গেছেন ইমরান খান

খুব বেশিদিন আগের কথা নয়, যখন ইমরান খানকে মনে হতো এমন এক নেতা যিনি পাকিস্তানের সর্বময় ক্ষমতাধর জেনারেলদের কর্তৃত্ব অস্বীকার করছেন এবং এরপরও রক্ষা পেয়ে যাচ্ছেন। গত ৯ মে আধাসামরিক বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার পর তার বিক্ষুব্ধ সমর্থকরা সারাদেশে সামরিক স্থাপনায় হামলা চালায়। তবু সুপ্রিম কোর্টের আদেশে মুক্ত হন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী।

ঋণখেলাপির হাত থেকে বাঁচলো মার্কিন সরকার

অবশেষে মার্কিন সিনেটেও পাস হলো ঋণের সর্বোচ্চ সীমা বাড়ানোর বিল। এর আগে কংগ্রেসের হাউজ অব রিপ্রেজেন্টেটিভে বিলটি পাস হয়। এর মাধ্যমে ঋণখেলাপির হাত থেকে বাঁচলো মার্কিন সরকার।

ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান চীনের

ইউক্রেনের মিত্রদের কিয়েভে অস্ত্র পাঠানো বন্ধ করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ইউরেশীয় বিষয়ক চীনা দূত লি হুই। শুক্রবার (২ জুন) বেইজিংয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত

পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত নয়েলিন হেইজেল। মিয়ানরমারে ক্ষমতাসীন জান্তার অসহযোগিতার কারণে তিনি এ দায়িত্ব ছাড়তে বাধ্য হলেন। শুক্রবার (২ জুন) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের এক মুখপাত্র এএফপিকে এ তথ্য নিশ্চিত করেন।

মঞ্চে হোঁচট খেয়ে পড়ে গেলেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কলোরাডোতে ইউএস এয়ার ফোর্স অ্যাকাডেমির সমাবর্তন অনুষ্ঠানের মঞ্চে হোঁচট খেয়ে পড়ে গেছেন। সেখানে এক গ্র্যাজুয়েটের সঙ্গে হাত মিলিয়ে নিজ আসনে ফিরে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। এসময় তাকে নিরাপত্তা কর্মীরা উঠে দাঁড়াতে সাহায্য করেন।

পাকিস্তানে আট বছরের আফগান শিশুকে ধর্ষণ

পাকিস্তানের ইসলামাবাদে আট বছরের এক আফগান শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনার পর অভিযুক্ত ধর্ষণকারী সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ধর্ষণের শিকার শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেছেন।

সুইডেন শিগগির ন্যাটোতে যোগ দেবে: বাইডেন

সুইডেন শিগগির ন্যাটোতে যোগ দেবে বলে আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও এ বিষয়ে এখনো বিরোধিতা করছে তুরস্ক ও হাঙ্গেরি। তবে সম্প্রতি ন্যাটোতে যোগ দিয়েছে ফিনল্যান্ড।

পাকিস্তানে কমেছে সোনার দাম

ডলারের বিপরীতে ঘুরে দাঁড়াতে শুরু করেছে পাকিস্তানি রূপি। আর তাতেই দেশটিতে কমতে শুরু করেছে সোনার দাম। বৃহস্পতিবার (১ জুন) প্রতি তোলা ২৪ ক্যারেটের সোনায় দাম কমেছে পাঁচ হাজার চারশ পাকিস্তানি রুপি। তাছাড়া প্রতি ১০ গ্রামে দাম কমেছে চার হাজার ৬২৯ রুপি। ফলে মূল্য দাঁড়িয়েছে যথাক্রমে দুই লাখ ২৯ হাজার ও এক লাখ ৯৬ হাজার ৩৩১ পাকিস্তানি রুপি।

মেক্সিকোর গিরিখাতে মানুষের অঙ্গসহ ৪৫ ব্যাগ উদ্ধার

মেক্সিকোর একটি গিরিখাত থেকে ৪৫টি ব্যাগভর্তি মানুষের বিভিন্ন অঙ্গ-প্রতঙ্গ উদ্ধার হয়েছে। পশ্চিমাঞ্চলীয় জালিসকো অঙ্গরাজ্যের একটি গিরিখাত থেকে এসব ব্যাগ উদ্ধার করা হয়। স্থানীয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে, গত সপ্তাহে নিখোঁজ হওয়া সাত ব্যক্তিকে উদ্ধার করতে অভিযান চালানোর সময় মানুষের দেহাবশেষ ভর্তি ওই ব্যাগগুলো পাওয়া গেছে।

পশ্চিমবঙ্গে বড় ভাইয়ের বাড়ি থেকে ছোট ভাইয়ের মরদেহ উদ্ধার

কাজের নামে নিজের ভাইকে ফোন করে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়েছিল দাদা (বড় ভাই)। পরদিন সকালে দাদার বাড়ি থেকেই উদ্ধার হলো ছোট ভাইয়ের মরদেহ। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত দাদা। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের জলেশ্বর তিলিপাড়া এলাকায়।

এসএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।