থাইল্যান্ডে ব্যাংকে রাসায়নিক বিস্ফোরণ: নিহত ৮
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি ব্যাংকে রাসায়নিক বিস্ফোরণের ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠান সিয়াম কমার্শিয়াল ব্যাংক ভবনের ওই দুর্ঘটনায় আহত হয়েছে আরো সাত জন। খবর বিবিসির।
খবরে বলা হয়েছে, রোববার অগ্নি নিরাপত্তা ব্যবস্থায় কাজ করছিলেন ঠিকাদাররা। সেসময় একটি গ্যাস মিশ্রিত পাত্র থেকে অক্সিজেন গ্যাস চারদিকে ছড়িয়ে পড়লে ওই হতাহতের ঘটনা ঘটে। খবরে আরো বলা হয়েছে, ঠিকাদারদের দায়িত্বে অবহেলার কারণেই ওই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
এদিকে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার স্থানীয় সময় সাড়ে ৯টায় ঠিকাদাররা কাজ করার সময় দুর্ঘটনাক্রমে চারপাশে পিরোগেন ছড়িয়ে পড়ে। পিরোগেন গ্যাস মূলত কার্বোনেট, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনো অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড এবং এমোনিয়ার মিশ্রন।
এর আগে ১৯৯৩ সালে দেশটির একটি কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ২ শতাধিক শ্রমিক নিহত হয়েছিল। আহত হয়েছিল আরো ৫ শতাধিক।
টিটিএন/এমএস