সিনেমা হলে পপকর্ন-পেপসির দাম এক বছর ওটিটি সাবস্ক্রিপশন ফির সমান!

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ০৩ জুলাই ২০২৩
ছবি: সংগৃহীত

পরিবার বা বন্ধুদের নিয়ে সিনেমা হলে বসে মুভি দেখার মজাই আলাদা! কিন্তু করোনাভাইরাস মহামারির বছরগুলোতে হলে বসে মুভি দেখার পরিবর্তে নতুন অভ্যাস গড়ে দিয়েছে ওটিটি প্ল্যাটফর্মগুলো। আজকাল অনেকেই নতুন মুভি দেখার জন্য অপেক্ষা করেন কবে সেটি ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে আসবে তার জন্য। এখন করোনার উপদ্রব নেই, তবু এই অভ্যাস কেন?

এর বড় কারণ মূলত সিনেমা হলে ‍মুভি দেখার খরচ বেড়ে যাওয়া। প্রথমত টিকিটের চড়া দাম, তার সঙ্গে হালকা খাবার-পানীয়র খরচ মেলালে পকেট প্রায় খালি হয়ে যায়। ঠিক সেই সমস্যাটাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন ভারতের এক দর্শক।

গত ২ জুলাই উত্তর প্রদেশের নয়ডায় পিভিআর সিনেমাসে মুভি দেখতে গিয়েছিলেন ত্রিদিপ কে মণ্ডল নামে এক ব্যক্তি। সেখানে এক প্যাকেট পপকর্ন ও একটি পেপসির বোতল কেনেন তিনি। কিন্তু এর জন্য তাকে দাম দিতে হয় ৮২০ রুপি (১ হাজার ৮২ টাকা প্রায়)।

আরও পড়ুন>> পাসওয়ার্ড-শেয়ারিং বন্ধ, নেটফ্লিক্সের গ্রাহক বাড়ছে হু হু করে

টুইটারে বিলের রসিদের একটি ছবি শেয়ার করে ত্রিদিপ জানান, তার কাছ থেকে ৫৫ গ্রাম চিজ পপকর্ন ৪৬০ রুপি ও ৬০০ মিলিলিটার পেপসির দাম নেওয়া হয়েছে ৩৬০ রুপি। মোট ৮২০ রুপি বিল হয়েছে, যা ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওর এক বছরের সাবস্ক্রিপশন ফির প্রায় সমান।

এ বিষয়ে ত্রিদিপের মন্তব্য, এ জন্যই হয়তো মানুষ আর সিনেমা হলে যায় না। পরিবার নিয়ে মুভি দেখা একেবারে অসাধ্য হয়ে গেছে।

তার এই পোস্ট এরই মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যবহারকারীরা।

আরও পড়ুন>> যাত্রা শুরু করছে ‘অ্যামাজন প্রাইম ভিডিও বাংলাদেশ’

একজন বলেছেন, বুঝি না মানুষ কেন মুভি দেখতে গিয়ে পপকর্ন-সফট ড্রিংকস কেনে। আপনারা বাড়িতে খান অথবা হলের বাইরে কোনো ফুডকোর্টে যান। কিছু মুভি হলে উপভোগের জন্যই তৈরি হয়। নিজেকে এই আনন্দ থেকে বঞ্চিত করবেন না।

আরেক ব্যক্তির মন্তব্য, কেউ তো আপনাকে জোর করেনি (পপকর্ন-পেপসি) কেনার জন্য।

আরও পড়ুন>> আরও ৮ ওয়েব সিরিজ নিয়ে আসছে হইচই

তৃতীয় এক ব্যক্তি লিখেছেন, মজার বিষয় হলো: ধরুন আমরা ৫০ জন সিনেমা দেখতে গেলাম এবং পেপসি, কোলা, পপকর্ন, বার্গার ও কফি খেলাম। এতে মোট যে খরচ হবে তা প্রায় একটি ৪কে স্মার্ট টিভি কেনার সমান। সুতরাং ‍নিজের ঘরকেই সিনেমা হল বানিয়ে ফেলুন, মজা নেন।

সূত্র: এনডিটিভি
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।