সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১২ জুলাই ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ১২ জুলাই ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

কোরআন অবমাননা: জাতিসংঘের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের বিরোধিতা

সুইডেনে কোরআন পোড়ানো ও তা নিয়ে মুসলিম দেশগুলোতে সৃষ্ট ক্ষোভের পরিপ্রেক্ষিতে ধর্মীয় বিদ্বেষ ও গোঁড়ামির বিরোধিতায় একটি প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘের মানবাধিকার পরিষদে (ইউএনএইচআরসি)। এর পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো।

সাবেক রুশ প্রেসিডেন্টের হুঁশিয়ারি/ তৃতীয় বিশ্বযুদ্ধ ঘনিয়ে আসছে

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনকে পশ্চিমা দেশগুলোর সামরিক সহায়তা শুধু রাশিয়ার সঙ্গেই যুদ্ধের পরিধি বাড়াবে তা নয় বরং এটি তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি করবে। লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে গতকাল (মঙ্গলবার) মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের শীর্ষ সম্মেলন শুরুর পর এমন হুঁশিয়ারি দিলেন তিনি।

পানির নিচে দিল্লির নিম্নাঞ্চল, বিপৎসীমার ওপরে যমুনা

দিল্লিতে ৪৫ বছরের রেকর্ড ছাপিয়ে গেলো যমুনা নদীর পানিরস্তর। বুধবার (১২ জুলাই) নদীটির পানিরস্তর বেড়ে হয় ২০৭ দশমিক ৫৫ মিটার। যা ১৯৭৮ সালের বন্যার সময়ের পানিস্তরের রেকর্ডকে টপকে গেছে। ওই সময় যমুনার পানিস্তর বেড়ে হয়েছিল ২০৭ দশমিক ৪৯ মিটার। তবে এই পানিস্তর আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বন্যাপ্রবণ এলাকাগুলোতে ১৪৪ ধারা জারি করেছে দিল্লি পুলিশ।

পশ্চিমবঙ্গে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম

পঞ্চায়েত নির্বাচন কেন্দ্র করে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ। নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী সংঘাতে এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে। এবার গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পক্ষ থেকে রাজ্যে এল ফ্যাক্ট ফাইন্ডিং টিম। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেরও জেলাগুলোর পরিস্থিতি খতিয়ে দেখবে এ দল।

ভারতে দেড় রুপির টমেটো যেভাবে দেড়শ’তে পৌঁছালো

টমেটোর দাম এভাবে রাতারাতি বেড়ে যাওয়ার জন্য কিন্তু কালোবাজারি বা হোর্ডিংকে দায়ী করা হচ্ছে না। মোটামুটিভাবে সবাই একমত যে, বাজারে টমেটোর জোগান প্রায় নেই বলেই এই নজিরবিহীন সংকট। আর আচমকা এই ‘শর্ট সাপ্লাই’য়ের মূলে রয়েছে আবহাওয়ার খামখেয়ালিপনা এবং একটি বিশেষ ধরনের ছত্রাকের সংক্রমণ।

প্রকৃতি দেখার স্বপ্ন শেষ হলো মর্মান্তিক দুর্ঘটনায়

নেপালে পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন। তারা সবাই মেক্সিকান নাগরিক। তাছাড়া হেলিকপ্টারটির পাইলটও মারা গেছেন। মঙ্গলবার (১১ জুলাই) মাউন্ট এভারেস্টের কাছে নেপালের পূর্বাঞ্চলে মার্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

ভোটে গো হারা হেরে রাজনীতি ছাড়ছেন থাই প্রধানমন্ত্রী

রাজনীতি থেকে অবসরে যাওয়ার ঘোষণা দিলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রয়ুত চান-ও-চা। সেনা সমর্থনপুষ্ট এ নেতা আর নির্বাচনে লড়বেন না বলে মঙ্গলবার (১১ জুলাই) নিশ্চিত করেছে তার দল। গত মে মাসের নির্বাচনে রীতিমতো ভরাডুবি হয়েছে প্রয়ুতের দল রুয়াম থাই সাং চার্টের। তার সেনা-সমর্থিত সরকারকে প্রত্যাখ্যান করেছেন বেশিরভাগ থাই ভোটার।

এখনো ন্যাটোতে যোগদান নিয়ে ধোঁয়াশায় ইউক্রেন

ন্যাটোভুক্ত দেশগুলো বলেছে, যখন মিত্র দেশগুলো সম্মত হবে এবং শর্ত পূরণ করা হবে তখনই এই সামরিক জোটে যোগ দিতে পারবে ইউক্রেন। তবে সেটা কবে তা এখনও স্পষ্ট নয়। ফলে ন্যাটোতে ইউক্রেনের যোগদানের বিষয়টি নিয়ে এখনো ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

বিশ্বরেকর্ড/ বাবা-মা, ৭ ছেলে-মেয়ের জন্মদিন একই তারিখে

আমির আলির পরিবারের কাছে ১ আগস্ট তারিখটি একটু স্পেশাল। এখানে একটু বলাটাও ভুল হবে, তারিখটি অনেক অনেক বেশি স্পেশাল তাদের জন্য। কারণ এটি আমির আলি ও তার স্ত্রী খুদেজা উভয়ের জন্মদিন। তারা বিয়েও করেছিলেন একই তারিখে। এরপর বিভিন্ন বছরে সাতটি সন্তান জন্ম দিয়েছেন এ দম্পতি, যাদের জন্মদিনও তারিখে। অর্থাৎ, আমির আলির পরিবারের নয় সদস্যের জন্মদিনই একই তারিখে, ১ আগস্ট।

স্কুলজীবনের ‘ক্রাশকে’ ৬০ বছর পর প্রোপোজ করলেন বৃদ্ধ

ভালোবাসার কোনো বয়স নেই। যেকোনো সময় যেকোনো পরিস্থিতিতে মানুষ প্রেমে পড়তে পারে। আর সেই প্রেম যদি হয় কিশোর বয়সের, তাহলে আবেগের পরিমাণটা হয়তো একটু বেশিই থাকে। এই স্মৃতি ভুলে যাওয়া কঠিন। ঠিক সেটাই যেন ঘটেছে সত্তরোর্ধ্ব এক বৃদ্ধের সঙ্গে। পরিস্থিতির চাপে স্কুলজীবনে প্রিয় মানুষটিকে যে কথা বলা হয়ে ওঠেনি, দীর্ঘ ৬০ বছর পর এসে সেটি বলতে পেরেছেন তিনি। সবার সামনে ‘প্রোপোজ’ করেছেন ভালোবাসার মানুষটিকে। মিষ্টি-মধুর সেই ঘটনার ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।

এসএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।