মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ৪ যুবলীগ কর্মী নিহত


প্রকাশিত: ০২:১৪ পিএম, ১৭ মার্চ ২০১৬

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় চার যুবলীগ কর্মী নিহত হয়েছে। আহত হয়েছে ১১ জন। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কুষ্টিয়া ও রাজশাহী রেফার্ড করেন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে মেহেরপুর মুজিবনগর সড়কের চকশ্যামনগরে পিকনিকের বাস ও স্যালো ইঞ্জিন চালিত আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, তুফান (৪০), নজরুল (৩৫) টুকু (৩৫) ও আনিস (৪৩)। এদের সবার বাড়ি মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামে।

মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান জানান, নিহতরা সবাই যুবলীগের কর্মী।

এদিকে বিক্ষুব্ধ জনতা পিকনিকের বাসটিতে আগুন ধরিয়ে দেয়। তবে বাসের যাত্রীরা কেউ হতাহত হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায় এবং মেহেরপুর সদর থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্ম দিবস উপলক্ষে মেহেরপুর জেলা যুবলীগ এক আলোচনা সমাবেশের আয়োজন করে। সমাবেশ শেষে আলমসাধু চেপে ১৫ যুবলীগ কর্মী মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের বাড়িতে ফিরছিলেন। এসময় মুজিবনগর আম্রকাননে আসা একটি পিকনিকের বাস পাবনা ফিরছিল। চকম্যামনগর গ্রামে ওই বাসের সাথে মুখোমখি সংঘর্ষ হয় আলমসাধুটির। এতে ঘটনাস্থলে একজন নিহত হয় এবং মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়ার পর আরও তিনজন মারা যায়। আহত আরও ১১ জনের মধ্যে ৫ জনকে কুষ্টিয়া ও রাজশাহী রেফার্ড করা হয়।
 
মেহেরপুর সহকারী পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আতিকুর রহমান টিটু/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।