মহাসড়কে ছিটকে পড়লো বিমান, পথচারীসহ নিহত ১০

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৬:০৯ পিএম, ১৭ আগস্ট ২০২৩
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় বাণিজ্যিকভাবে চালিত যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে দেশটির পশ্চিম উপকূলীয় প্রদেশ সেলানগরের এলমিনা শহরে এ ঘটনা ঘটে।

সেলানগর পুলিশের প্রধান দাতুক হোসেন ওমর খান জানিয়েছেন, ছোট আকৃতির বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে চলন্ত গাড়ি ও মোটরসাইকেলের ওপর ছিটকে পড়ে। এতে রাস্তায় থাকা গাড়ি ও মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি দুর্ঘটনায় পথচারীসহ অন্তত ১০ জন নিহত হন।

jagonews24

সেলানগর রাজ্যের পুলিশপ্রধান দাতুক হুসেইন ওমর খান জানিয়েছেন, লানগকাউই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করা বিমানটি কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে সুবাংয়ের সুলতান আবদুল আজিজ শাহ বিমানবন্দরে অবতরণের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর ছিটকে পড়ে। এতে রাস্তায় থাকা গাড়ি ও মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। পথচারীসহ মারা যান অন্তত ১০ জন।

তিনি দুর্ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের বলেন, আমরা দেখতে পেয়েছি, বিমানটিতে দুজন ক্রু এবং ছয়জন যাত্রী ছিলেন। তাদের সবাই দুর্ঘটনায় মারা গেছেন। এছাড়া বিমানটি রাস্তার ওপর বিধ্বস্ত হওয়ায় একটি প্রাইভেটকারের চালক ও একজন মোটরসাইকেল আরোহী প্রাণ হারান।

পুলিশপ্রধান আরও বলেন, তবে আমরা এখনো নিশ্চিত হতে পারিনি, প্রাইভেটকারটিতে আরও কোনো যাত্রী ছিল কি না। নিহতদের ময়নাতদন্তের জন্য স্থানীয় ক্লাংয়ের টেংকু আম্পুয়ান রহিমাহ হাসপাতালে পাঠানো হয়েছে।

এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।