সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ০৩ সেপ্টেম্বর ২০২৩
আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
জি-২০ সম্মেলনের ফাঁকেই হবে হাসিনা-মোদী বৈঠক
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এসব তথ্য জানায়। তবে ঠিক কবে কখন এই বৈঠক হবে, সে সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।
হাসপাতালে সোনিয়া গান্ধী
হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী। শনিবার দিল্লির একটি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়েছে। এর আগে শুক্রবার মুম্বাইয়ে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠক সেরে দিল্লি ফেরেন তিনি। তারপরই শনিবার তিনি অসুস্থ হয়ে পড়েন বলে খবর পাওয়া গেছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর অনুযায়ী, তার গায়ে হালকা জ্বর এবং বুকে সংক্রমণ ধরা পড়েছে।
বিদেশি বিনিয়োগকারীদের গোল্ডেন ভিসা দেবে ইন্দোনেশিয়া
জাতীয় অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশের ধনী ব্যক্তি ও করপোরেট বিনিয়োগকারীদের গোল্ডেন ভিসা দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া। রোববার (২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দেশটির আইন ও মানবাধিকারবিষয়ক মন্ত্রণালয়ের এই তথ্য জানায়।
ইরাকের কিরকুক শহরে কারফিউ জারি
ইরাকের কিরকুক শহরে কুর্দি ও আরবদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ব্যাপক সংঘর্ষের কারণে পরিস্থিতি খারাপ হতে শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই শহরে কারফিউ জারির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
জাপানে ১২ লাখ বৃদ্ধ ব্যবসায়ীর কোনো উত্তরাধিকারী নেই
২০২২ সালে জাপানের জনসংখ্যা কমে গেছে প্রায় আট লাখ। এর মধ্যে ইতিহাসে প্রথমবারের মতো দেশটির ৪৭টি অঞ্চলেই একযোগে জনসংখ্যা কমার ঘটনার ঘটেছে। গত জুলাইয়ে জাপানি স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত পরিসংখ্যানে উঠে এসেছে এ ধরনের আরও কিছু উদ্বেগজনক তথ্য।
দ্য ইকোনমিস্টের প্রতিবেদন/ মন্দার দিকে যাচ্ছে ইউরোপের অর্থনীতি
গ্রীষ্মে একসঙ্গে দুটি বৈরী আবহাওয়ার মুখোমুখি হয়েছে ইউরোপ। এসময় যেমন ছিল ভারী বৃষ্টি তেমনি ভয়াবহ দাবানল। সব মিলিয়ে ভালো যায়নি মহাদেশটির অর্থনীতি। অঞ্চলটির মূল্যস্ফীতি এখনো আলোচনার কেন্দ্রে। এক বছর আগের তুলনায় আগস্টে মূল্য বেড়েছে ৫ দশমিক ৩ শতাংশ। প্রবৃদ্ধি নিয়ে বাড়ছে হতাশা। এতে উদ্বিগ্ন সেখানের কর্মকর্তারা।
প্রথমবার ড্রোন প্রতিযোগিতায় মানব চ্যাম্পিয়নদের হারিয়ে দিলো এআই
সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। কিছু কিছু ক্ষেত্রে মানুষের দক্ষতাকেও ছাড়িয়ে গেছে এটি। ডেটা প্রসেসিং, প্যাটার্ন রিকগনিশন, অপ্টিমাইজেশনের মতো কাজগুলোতে এআইর কার্যকারিতা অবাক করেছে সবাইকে। এবার ড্রোন পরিচালনায় তিনজন মানব চ্যাম্পিয়নকে হারিয়ে দিয়েছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা।
এরদোয়ান-পুতিনের বৈঠক যে কারণে গুরুত্বপূর্ণ
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যেপ এরদোয়ান বৈঠকে বসতে যাচ্ছেন। সোমবার (৪ আগস্ট) রাশিয়ার দক্ষিণ উপকূলের সোচিতে দুই নেতার এই বৈঠক অনুষ্ঠিত হবে। জানা গেছে, তাদের আলোচনায় কৃষ্ণসাগর দিয়ে শস্য পরিবহন চুক্তিটি গুরুত্ব পাবে।
বিজেপি কেন পুরো ভারতে একসঙ্গে নির্বাচন করাতে চায়?
বিজেপির অনেক দিনেরই লক্ষ্য, ভারতের লোকসভা নির্বাচন এবংর সব কয়টি রাজ্যের বিধানসভা নির্বাচন একই সঙ্গে করানো। তবে এবারই প্রথম সেই উদ্দেশ্যে সরকারিভাবে কোনো পদক্ষেপ নিলো তারা। সম্প্রতি ভারতের সাবেক রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ‘ওয়ান নেশন, ওয়ান ইলেকশন’ নীতি বাস্তবায়ন করা যাবে কি না তা খতিয়ে দেখবে।
২০৪৭ সালের মধ্যে উন্নত দেশ হবে ভারত: মোদী
২০৪৭ সালের মধ্যে একটি উন্নত দেশ হিসেবে পরিচিত হবে ভারত। যেখানে কোনো দুর্নীতি, জাতিভেদ, সাম্প্রদায়িকতার স্থান থাকবে না। দিল্লিতে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার আগে ৩ সেপ্টেম্বর সাংবাদমাধ্যম পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে এমনই মতপ্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বাংলাদেশ থেকে পাচার হওয়া ১৪ কেজি সোনা উদ্ধার পশ্চিমবঙ্গে, আটক ২
বাংলাদেশ থেকে পাচার হয়ে যাওয়া ১০৬টি সোনার বার উদ্ধার করলো ভারতীয় কর্তৃপক্ষ। গত শনিবার (২ সেপ্টেম্বর) বিএসএফ এবং কলকাতা রাজস্ব গোয়েন্দা অধিদপ্তরের যৌথ অভিযানে পশ্চিমবঙ্গের বিজয়পুর গ্রামের একটি বাড়ি থেকে এসব সোনা উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় দুজনকে।
কেএএ/জিকেএস