‘জওয়ান’ মুক্তির পর কলকাতায় শাহরুখ ভক্তদের ব্যাপক উচ্ছ্বাস
পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের জওয়ান। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) এটি মুক্তি পায়। এরপরই সেখানে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করে শাহরুখ ভক্তরা।
শুধু কলকাতা নয় গোটা পশ্চিমবঙ্গজুড়েই এ উপলক্ষে উৎসবের আমেজ তৈরি হয়েছে। সিঙ্গেলপ্লেক্স হোক বা মাল্টিপ্লেক্স সবখানেই দর্শকদের উচ্ছ্বাস।
বৃহস্পতিবার সকাল থেকেই লম্বা লাইন সিনেমা হলের সামনে। চারিদিকে শুধু উচ্ছ্বাস আনন্দ আর উন্মাদনা প্রিয় অভিনেতার ছবি নিয়ে।
শহরের সব প্রেক্ষাগৃহেই ভক্তদের থেকে শুরু করে সাধারণ সিনেপ্রেমী বাঙালিদের উপছে পড়া ভিড়। শাহরুখের নামে স্টিকার ব্যান্ড লাগিয়ে হলের সামনে ভিড় করছে অগণিত ভক্ত। তবে অনেকেই প্রথম দিনের প্রথম শো দেখতে না পেরে হতাশ হয়েছেন।
জানা গেছে, খোদ বলিউড বাদশা শাহরুখ খান নিজেই তার এই সিনেমা নিয়ে অনেকটাই টেনশনে ছিলেন। নিজেই রাত জেগে বসে ছিলেন, সকাল হতেই সোশ্যাল মিডিয়ায় সেলিব্রেশানের এক ভিডিও শেয়ার করে বলিউড বাদশা লেখেন, তোমাদের অনেক ভালোবাসা। আশা করবো তোমরা এই সিনেমা দেখে আনন্দ পাবে। সারারাত জেগে ছিলাম, তোমাদের সবাইকে প্রেক্ষাগৃহে যেতে দেখবো বলে।
কলকাতা রাজারহাট নিউটাউনে এক মাল্টিপ্লেক্সে ভোর থেকেই ভিড় ছিল চোখে পড়ার মতো।
পাঠানের পর জাওয়ান এরই মধ্যে একাধিক রেকর্ড গড়েছে।
রাজারহাট নিউটাউনে মাল্টিপ্লেক্সে কিং খানের এক ভক্ত বলেন, তার ছবি মানে তো দারুন হবে। আমরা আমাদের জীবন দিয়ে শাহরুখ খানকে ভালোবাসি।
ডিডি/এমএসএম