ক্যামেরুনে হামলা চালিয়েছে নাইজেরিয়ার অপহৃত স্কুলছাত্রী


প্রকাশিত: ০২:৫৬ এএম, ২৭ মার্চ ২০১৬

সম্প্রতি ক্যামেরুনে বিস্ফোরকসহ গ্রেপ্তার করা হয়েছে দুই নারীকে। এদের মধ্যে একজন দাবি করেছেন, দুইবছর আগে নাইজেরিয়া থেকে যে দুই শতাধিক স্কুলছাত্রীকে অপহরণ করা হয়েছিল তিনি তাদেরই একজন। খবর বিবিসির।

তবে তার কথা কতটুকু সত্য তা যাচাই করে দেখতে অপহৃত ছাত্রীদের অভিভাবকদের ক্যামেরুনে পাঠাচ্ছে নাইজেরিয়া।

নাইজেরিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এই দাবির বিষয়টি সতর্কতার সঙ্গেই যাচাই করে দেখছেন।

ওই নারীদের পরিচয় সনাক্ত করা গেলে তাদের নাইজেরিয়ায় ফিরিয়ে দেয়া হবে। ওই অপহরণকারীরা বোকো হারাম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারবে বলেও ধারণা করা হচ্ছে নিরাপত্তাকর্মীরা।

শুক্রবার প্রচুর বিস্ফোরকসহ ক্যামেরুনের একটি চেকপোস্ট থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। আত্মঘাতী হামলা চালানোর জন্য বোকো হারাম তাদের পাঠিয়েছিল বলে নিরাপত্তাকর্মীরা ধারণা করছেন।

নাইজেরিয়ার চিবুক থেকে ২০১৪ সালে ২শ ৭০ জন স্কুল ছাত্রীকে অপহরণ করে বোকো হারাম জঙ্গিরা। বোকো হারামের কবল থেকে ৫০ জন পালিয়ে আসতে পারলেও এখনো ২শ ১৯ জনকে আটকে রাখা হয়েছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।