ব্যারিস্টার ফারজানার জামিন আরো ৩ মাসের জন্য স্থগিত


প্রকাশিত: ০৬:৩০ এএম, ২৭ মার্চ ২০১৬

জঙ্গি সংগঠন ‘হামজা ব্রিগেড’কে  অর্থায়নের অভিযোগের মামলায় আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানার হাইকোর্টের দেয়া জামিন ৩ মাসের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতির সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার সদস্যেন আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে শকিলার পক্ষে ছিলেন, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও সগীর হোসেন লিয়ন।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ব্যারিস্টার শাকিলাকে হাইকোর্টের দেয়া জামিন ২৯ ফেব্রুয়ারি পযর্ন্ত স্থগিত করেন। তার পর আবারও ২০ মার্চ তা স্থগিতের মেয়াদ ২৭ মার্চ পযন্ত বাড়ানো হয়। ওই দিন বিষয়টি শুনানির জন্য পুর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। পরে ২২ ফেব্রুয়ারি ব্যারিস্টার শাকিলা ফারজানাকে অন্তবর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। পরে জামিন স্থগিত চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ।

হামজা ব্রিগেড নামের একটি জঙ্গি সংগঠনকে অস্ত্র কেনার জন্য এক কোটি ৮ লাখ টাকা যোগানোর অভিযোগে ২০১৫ সালের ১৮ আগস্ট রাতে ঢাকার ধানমন্ডি থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী হাসানুজ্জামান লিটন ও জজকোর্টের আইনজীবী মাহফুজ চৌধুরী বাপনসহ চট্টগ্রামের বিএনপি নেতা সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে আইনজীবী ব্যরিস্টার শাকিলা ফারজানাকে গ্রেপ্তার করে র্যাব।

পরে বাঁশখালী ও হাটহাজারীতে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। সন্ত্রাস দমন আইনে হাটহাজারী থানায় ও বাঁশখালী থানায় দায়ের করা মামলায় আইনজীবী লিটন ও বাপন গত বছরের ডিসেম্বর জামিন পেয়ে মুক্তি পান। কিন্তু দুই মামলায় গত বছরের ২৮ নভেম্বর শাকিলা জামিন না পাওয়ায় চলতি বছরের ১২ জানুয়ারি হাইকোর্টে জামিন আবেদন করা হয়।

এফএইচ/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।