লাহোরে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৯


প্রকাশিত: ০৩:৫৩ এএম, ২৮ মার্চ ২০১৬

পাকিস্তানের লাহোর শহরের একটি পার্কে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৯এ দাঁড়িয়েছে। খবর বিবিসির।

পুলিশ জানিয়েছে, এক আত্মঘাতী বোমা হামলাকারী ওই বিস্ফোরণ ঘটিয়েছে।

লাহোর শহরের দক্ষিণ পশ্চিমে লগুলশান-ই-ইকবা নামের পার্কটিতে শিশুদের দোলনার কাছে বিস্ফোরণটি ঘটে। রোববার বিকেলে ইস্টার সানডে উপলক্ষে ছুটিতে সেখানে অনেক পরিবার ভিড় জমিয়েছিল।

এক প্রত্যক্ষদর্শী জানান, বিস্ফোরণের পর সেখানে পালাতে থাকা লোকের হুড়োহুড়িতে বিশৃঙ্খলা তৈরি হয়। এছাড়া পালাতে গিয়ে অনেক শিশু তাদের বাবা-মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

বিস্ফোরণে আহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে। তাদের স্থানীয় হাসপতালে ভর্তি করা হয়েছে।

এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। তবে নিরাপত্তাবাহিনীর সদস্যরা ইতোমধ্যেই ওই হামলার তদন্ত শুরু করেছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।