লাহোরে হামলার দায় স্বীকার করেছে জামাতুল আহরার


প্রকাশিত: ০৫:৫৭ এএম, ২৮ মার্চ ২০১৬

পাকিস্তানের লাহোরে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে  জঙ্গি গোষ্ঠী তালেবানের সঙ্গে সংশ্লিষ্ট জামাতুল আহরার। খবর বিবিসির।

৭০ জনেরও বেশি মানুষ ওই হামলায় নিহত হয়েছে। আহত হয়েছে আরো তিন শতাধিক মানুষ। এদের মধ্যে অনেক শিশুও ছিল।

জামাতুল আহরারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ইস্টার সানডে উপলক্ষে উৎসবরত খ্রিস্টান ধর্মাবলম্বীদের লক্ষ্য করেই ওই হামলা চালানো হয়েছে।

পাকিস্তানের রাষ্ট্রপতি ওই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। ওই হামলায় আঞ্চলিক সরকার তিনদিনের শোক ঘোষণা করেছে।

ওই ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, বিস্ফোরণের পর সেখানে পালাতে থাকা লোকজনের হুড়োহুড়িতে বিশৃঙ্খলা তৈরি হয়। এছাড়া পালাতে গিয়ে অনেক শিশু তাদের বাবা-মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। গণমাধ্যমের বিভিন্ন খবরে দেখানো হয়েছে আতঙ্কিত বাবা-মা ধ্বংস্তুপের মধ্যে নিজের সন্তানকে খুঁজে বেরাচ্ছেন।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।