বিয়ের জন্য পাকিস্তানি নারী ভারতে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:০৫ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৩

কলকাতার প্রেমিককে বিয়ে করতে পাকিস্তানের এক নারী ভারতে পৌঁছেছেন। ওয়াঘা-আটারি আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ওই নারী ভারতে আসেন। ২০২৪ সালের জানুয়ারিতে অর্থাৎ আগামী মাসে ভারত ও পাকিস্তানের এই দম্পতির বিয়ে হতে পারে।

জানা গেছে, পাকিস্তানি ওই নারী ভারতে আসার জন্য ৪৫ দিনের ভিসা পেয়েছেন। কলকাতার সমীর খানকে বিয়ে করতেই ২১ বছর বয়সী জাওয়ারিয়া খানম ভারতে এসেছেন।

আরও পড়ুন>ইউক্রেনের জন্য টাকা বা সময় কোনোটাই নেই যুক্তরাষ্ট্রের

এদিন পাকিস্তানের করাচি থেকে অমৃতসরের ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন সমীর খান ও তার বাবা আহমেদ কামাল খান।

জাওয়ারিয়াকে আনার জন্য সমীরের পরিবার পাঞ্জাবের গুরুদাসপুরে পৌঁছে গিয়েছিল। বিয়ের পরে জাওয়ারিয়া দীর্ঘ সময়ের জন্য ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করবেন।

সূত্র: এনডিটিভি

এমএসএম

 

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।