বিশ্বে এ বছরে ৬৬ সাংবাদিক নিহত


প্রকাশিত: ১০:১১ এএম, ১৬ ডিসেম্বর ২০১৪

বিশ্বব্যাপী সাংবাদিকদের ওপর বর্বর হামলা ও অপহরণের ঘটনা আরও অনেক বেড়ে গেছে। মিডিয়া কর্মীদের ওপর এসব হামলার ঘটনায় গত এক বছরে ৬৬ জন সাংবাদিক নিহত হয়েছেন। মঙ্গলবার রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এ তথ্য জানিয়েছে।

ইসলামিক স্টেট গ্রুপের হাতে জেমস ফলি ও স্টিফেন সটলফের শিরচ্ছেদের ঘটনার মধ্যদিয়ে আধুনিক যুগের সংবাদ কভার করতে আসা সাংবাদিকদের কি ভয়াবহ ঝুঁকির মুখে পড়তে হচ্ছে তা তুলে ধরা হয়েছে।

মঙ্গলবার প্রকাশিত রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের বার্ষিক প্রতিবেদনে বলা হয়, এভাবে সাংবাদিকদের হত্যার ঘটনা পৃথিবীতে বিরল। এ দুই ঘটনা সারাবিশ্বকে স্তম্ভিত করেছে।

তবে ওই প্রতিবেদনে বলা হয়, আগের বছরের তুলনায় এ বছর বিশ্বে সাংবাদিক হত্যার ঘটনা সামান্য কমেছে। আগের বছর সারাবিশ্বে ৭১ জন সাংবাদিককে হত্যা করা হয়েছিল।

উল্লেখ্য, ২০০৫ সাল থেকে বিশ্বে মোট ৭২০ জন সাংবাদিককে হত্যা করা হয়।

এদিকে আগের বছরের তুলনায় এ বছর সাংবাদিকদের অপহরণের ঘটনা ৩৭ শতাংশ বেড়ে গেছে। এ বছর মোট ১১৯ জন সাংবাদিককে অপহরণ করা হয়। ইউক্রেনের পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী ও মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় জঙ্গিদের কারণে এ সংখ্যা বৃদ্ধি পায়।

এদের মধ্যে ইউক্রেন থেকে ৩৩ জন, লিবিয়া থেকে ২৯ জন ও সিরিয়া থেকে ২৭ জন সাংবাদিককে অপহরণ করা হয়। তারা এখনো জিম্মি রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, স্থানীয় সাংবাদিকরা সবচেয়ে বেশী ঝুঁকির মধ্যে রয়েছেন।, অপহৃত সাংবাদিকদের ৯০ শতাংশই স্থানীয়।

বর্তমানে সিরিয়ায় সশস্ত্র গ্রুপের হাতে ২২ জন সাংবাদিক বন্দি রয়েছেন। এদের মধ্যে ১৬ জনই সিরিয়ার নাগরিক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।