সিরিয়ায় গণকবরে ২৩০ লাশ উদ্ধার


প্রকাশিত: ০৪:৫৪ এএম, ১৮ ডিসেম্বর ২০১৪

সিরিয়ার একটি গণকবর থেকে ২৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। দেশটির ইজোর প্রদেশে এ গণকবরের সন্ধান পাওয়া যায়। ধারনা করা হচ্ছে ইসলামী স্টেট (আইএস) জঙ্গিরা তাদের হত্যা করে লাশগুলো গণকবরে ফেলে যায়।

ব্রিটেন ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা জানায়, ইজোর প্রদেশের নিকটবর্তী আল কাসকিয়াহ জেলায় গণকবর থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

সিরিয়ার মানবাধিকার সংস্থা জানায়, উদ্ধার হওয়া লাশগুলোর বেশির ভাই  উপজাতী এলাকার বাসিন্দাদের। এ এলাকার এখনও অনেক বাসিন্দা নিখোঁজ রয়েছে। ইজোর প্রদেশটি ইরাকের সীমান্তবর্তী এলাকা।

আইএস জঙ্গিরা ইরাকের দিকে অগ্রসর হওয়ার সময় এ হত্যাকাণ্ড ঘটনায় বলে ধারনা করা হচ্ছে। নিহতরা সকলেই সাধারণ নাগরিক। বিশ্লেষকদের ধরানা, তাদের সবাইকে নিশংসভাবে হত্যা করা হয়েছে।

উল্লেখ্য, ইরাকে সীমান্ত ঘেঁষে সিরিয়ার উত্তর ও দক্ষিণাঞ্চলের বিশাল এলাকা জুড়ে দখল নিয়েছে আইএস জঙ্গিরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।