স্কুলে হামলায় ‘র’ এর সমর্থন আছে : জে. মুশাররফ


প্রকাশিত: ০৫:৩৯ এএম, ১৮ ডিসেম্বর ২০১৪

পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি যে সন্ত্রাসী হামলা চালিয়েছে তাতে ভারতের গোয়েন্দা সংস্থা র-এর সমর্থন আছে বলে দাবি করেছেন পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মুশাররফ। সিএনএন নিউ ডে’র সঙ্গে আলাপের সময় তিনি এ কথা বলেন।

জেনারেল পারভেজ মুশাররফের উদ্ধৃতি দিয়ে পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন এ খবর দিয়েছে।

মুশাররফ বলেন, মার্কিন গোয়েন্দা সংস্থা অবশ্যই ফাজলুল্লাহর অবস্থান সম্পর্কে জানে। তিনি আরও জানান, আমাদের কাছে যারা সন্ত্রাসী তারা যুক্তরাষ্ট্রের দৃষ্টিতেও সন্ত্রাসী হবে। কিন্তু সমস্যাটা হয়েছে- অনেক ক্ষেত্রে আমাদের সন্ত্রাসীরা যুক্তরাষ্ট্রের কাছে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত হয় না এবং তাদেরকে সন্ত্রাসী মনে করেন না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।