৩০ বার এভারেস্টের চূড়ায়, ভাঙলেন নিজের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ২২ মে ২০২৪
ছবি: এএফপি (ফাইল)

রেকর্ড ৩০ বার মাউন্ট এভারেস্টের চূড়ায় ওঠলেন নেপালের এক শেরপা গাইড। বুধবার (২২ মে) এভারেস্টের চূড়ায় ওঠে নিজের রেকর্ড ভাঙলেন তিনি।

সেখানের কর্মকর্তারা জানিয়েছেন, ১০ দিনের মাথায় দ্বিতীয়বারের মতো বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের চূড়ায় ওঠেন তিনি।

সাধারণ পর্বতারোহীরা এভারেস্টের চূড়ায় উঠতে বেশ কয়েকদিন সময় নেন। খুব অল্প সময়ের মধ্যে এভাবে এভারেস্টের চূড়ায় আরোহন নজিরবিহীন ঘটনা।

আরও পড়ুন>

নেপালের পর্যটন কর্মকর্তা খিম লাল গৌতম বলেন, ৫৪ বছর বয়সী কামি রিতা শেরপা ঐতিহ্যবাহী দক্ষিণ-পূর্ব রিজ রুট দিয়ে এভারেস্টের চূড়ায় পৌঁছান।

চলতি মাসের ১২ মে ২৯তম বারের মতো এভারেস্ট জয় করেন কামি রিতা শেরপা। এরপর বুধবার আরও একবার ওঠলেন বিশ্বের সর্বোচ্চ পবর্ত শৃঙ্গ মাউন্ট এভারেস্টে।

জানা গেছে, এভারেস্ট অভিযানে পেশাদার গাইড কামি রিতা। তিনি প্রথমবার এভারেস্টের চূড়ায় ওঠেন ১৯৯৪ সালে। এরপর থেকে প্রায় প্রতি বছরই তিনি এই আট হাজার ৮৪৯ মিটার উচ্চতার পর্বত জয় করেন।

অন্য আরেক শেরপা এখন পর্যন্ত ২৭ বার এভারেস্টের চূড়ায় ওঠেছেন। তার অবস্থান কামি রিতার পরে।

সূত্র: সিএনএন

এমএসএম

 

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।