বাংলাদেশ-ভারত সীমান্তে মাটির নিচে গোপন বাঙ্কারের খোঁজ

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ০৫:০৩ পিএম, ২৫ জানুয়ারি ২০২৫
চারটি বাঙ্কার খুঁজে পেয়েছেন বিএসএফ সদস্যরা

বাংলাদেশ-ভারত সীমান্তের ভারতীয় অংশে একটি আমবাগানে চারটি গোপন বাঙ্কারের খোঁজ পেয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সেই বাঙ্কার থেকে কোনো অস্ত্র-গোলাবারুদ নয়, উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে নিষিদ্ধ ফেনসিডিল। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণগঞ্জের মাজদিয়ায়।

জানা গেছে, গত শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা গোপন সূত্রে বাঙ্কারের খবর পান। রাতেই সেই আম বাগানে তল্লাশি অভিযান শুরু করে বিএসএফ। এসময় মাটির নিচে তিনটি বাঙ্কারের সন্ধান পায় তারা।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা অনুমান করেন, আম বাগানে মাটির নিচে আরও বাঙ্কার থাকতে পারে। এ কারণে শনিবার সকাল থেকে আবারও শুরু হয় তল্লাশি অভিযান। তাতে আরও একটি লোহার বাঙ্কারের খোঁজ মেলে। এটি ছিল প্রায় ১০ ফুট চওড়া ও ১৫ ফুট লম্বা, উচ্চতায় প্রায় ৮ ফুট।

আরও পড়ুন>>

লোহার বাঙ্কারগুলোর খোঁজ পাওয়ার পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও কৃষ্ণনগর পুলিশ যৌথভাবে তল্লাশি শুরু করলে সেখান থেকে প্রচুর পরিমাণে ফেনসিডিল উদ্ধার করে। পরে ক্রেন এনে লোহার বাঙ্কারগুলো তুলে ফেলা হয়।

কৃষ্ণনগর পুলিশ সূত্রে জানা গেছে, বাঙ্কারগুলো থেকে আনুমানিক ১ কোটি ৪০ লাখ ৫৮ হাজার রুপির ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা স্বপন কুমার ভৌমিক বলেন, বাঙ্কারগুলো এত দিন ধরে এখানে রয়েছে, আমাদের প্রশাসন আগে টের পেলো না কেন? স্থানীয় পঞ্চায়েতের ভূমিকা নিয়েও আমার সন্দেহ হচ্ছে। স্থানীয় লোকজনের মধ্যে একটি আতঙ্ক ঘোরাফেরা করছে যে, আন্তর্জাতিক সীমান্তের সামনে এ ধরনের কর্মকাণ্ড হলে আগামীদিনে একটা ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

ডিডি/কেএএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।