মালদ্বীপের পর্যটনমন্ত্রী বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:২৭ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫
মালদ্বীপের পর্যটনমন্ত্রী ইব্রাহিম ফয়সাল/ ছবি: দ্য অ্যারাইভাল

মালদ্বীপের পর্যটনমন্ত্রী ইব্রাহিম ফয়সালকে তার পদ থেকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। এক বিবৃতিতে বলা হয়েছে, পর্যটনমন্ত্রীকে বরখাস্তের আদেশ কার্যকর হলে মন্ত্রণালয়ের অন্তর্বর্তীকালীন দায়িত্বে ইব্রাহিম ফয়সালের স্থলাভিষিক্ত হবেন দেশটির অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্যমন্ত্রী মোহাম্মদ সাইদ।

মঙ্গলবার দেশটির প্রেসিডেন্টের কার্যালয় আনুষ্ঠানিক বিবৃতিতে পর্যটনমন্ত্রীকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছে। তবে কী কারণে তাকে বরখাস্ত করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে ২০২৩ সালের শেষের দিকে মোহাম্মদ মুইজ্জু মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশটির সঙ্গে ভারতের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকে। এরপরেই জানা যায় যে, তাকে ক্ষমতাচ্যুত করতে উঠেপড়ে লেগেছিল ভারতের সরকার ও ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)।

নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্ট এক কড়া বক্তৃতায় তার দেশ থেকে ভারতীয় সেনাদের অপসারণের ঘোষণা দেন। ভারতের পরিবর্তে তিনি ভারতেরই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে আগ্রহ প্রকাশ করেন, এমনকি বেইজিংয়ের সঙ্গে একটি সামরিক সহযোগিতা চুক্তি সই করারও চেষ্টা করেন।

সংশ্লিষ্ট কিছু সূত্রের বরাতে ওয়াশিংটন পোস্ট জানায়, ২০২৪ সালের জানুয়ারিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর এজেন্টরা গোপনে মালদ্বীপের বিরোধী নেতাদের সঙ্গে আলোচনা শুরু করেন মুইজ্জুকে ক্ষমতাচ্যুত করার সম্ভাবনা নিয়ে। কয়েক সপ্তাহের মধ্যেই একটি পরিকল্পনা তৈরি করেন তারা। কিন্তু তাদের সেই পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়।

পৃথিবীর অন্যতম সৌন্দর্য্যমন্ডিত দেশ ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। শান্ত-মনোরম পরিবেশই পর্যটকদের প্রধান আকর্ষণ। যেখানে পানির রং নীল আর বালির রং সাদা। তীর ঘেঁষে গড়ে উঠা মালদ্বীপের সবগুলো দ্বীপের চারদিকে ঘিরে আছে সাগরের অফুরন্ত জলরাশি। সৌন্দর্যের লীলাভূমি দ্বীপরাষ্ট্র মালদ্বীপ।

শ্রীলঙ্কা থেকে প্রায় ৪৫০ মাইল পশ্চিম দক্ষিণে ১২০০টি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত হয় মালদ্বীপ। এর মধ্যে ২৫০টি দ্বীপ ব্যবহারযোগ্য। এতে রয়েছে ২৮টি অ্যাটোল। সমুদ্রপৃষ্ঠ থেকে এর গড় উচ্চতা মাত্র এক দশমিক পাঁচ মিটার। বিষুবরেখার কাছে অবস্থিত হওয়ায় মালদ্বীপ বিশ্বের সবচেয়ে নিচু দেশ হিসেবে পরিচিত।

দেশটিতে মাত্র একটি ঋতু রয়েছে। সারা বছরের গড় তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। ২৯৮ বর্গ কিলোমিটারের শতভাগ মুসলিম দেশ, মালদ্বীপে রাষ্ট্রীয় ভাষা ধিবেহী আর মালদ্বীপীয় রুপাইয়া হলো মুদ্রার নাম। এশিয়ার সবচেয়ে ছোট এবং দুনিয়ার সবচেয়ে নিচু দেশ মালদ্বীপ। দেশটিতে প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে লাখ লাখ পর্যটক ভ্রমণ করতে আসেন।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।