পাকিস্তানে ‘সন্ত্রাসী হামলায়’ ১৮ সেনাসদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:১৯ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৫
পাকিস্তানে ‘সন্ত্রাসীদের হামলায়’ ১৮ সেনাসদস্য নিহত হয়েছেন/ ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ‘সন্ত্রাসীদের’ অতর্কিত হামলায় নিরাপত্তা বাহিনীর ১৮ সদস্য নিহত হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। স্থানীয় সময় শনিবার (১ ফেব্রুয়ারি) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য নিশ্চিত করেছে।

এদিকে, শুক্রবার (৩১ জানুয়ারি) রাতের ওই হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে বেলুচিস্তানে বেশিরভাগ হামলার জন্য দায়ী করা হয় বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) নামের একটি সশস্ত্র গোষ্ঠীকে।

আইএসপিআরের বরাতে দেশটির সংবাদমাধ্যম ডন জানায়, বেলুচিস্তানের কালাত জেলার মানগোছার এলাকায় অভিযান চলকালে ১৮ সেনা শহীদ হয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় বেলুচিস্তানের এই অভিযানে ২৩ সশস্ত্র সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।

পুলিশের এক কর্মকর্তা জানান, মানগোচার শহরের কাছে রাস্তা বন্ধ করে, নিরস্ত্র ফ্রন্টিয়ার কোরের সেনাদের বহনকারী গাড়িতে ৭০ থেকে ৮০ জন সশস্ত্র সন্ত্রাসী হামলা চালায়। সন্ত্রাসীদের হামলায় গাড়িতে থাকা ১৭ জন ও তাদের বাঁচাতে যাওয়া আরেক সেনা প্রাণ হারান।

এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। এছাড়া নিহত সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশের বাসিন্দারা দীর্ঘদিন ধরেই স্বাধীনতা দাবি করে আসছে স্থানীয় বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী। স্থানীয়দের দাবি, প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও প্রদেশটি পাকিস্তান সরকারের অবহেলার শিকার।

সূত্র: ডন

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।