পুরো কাশ্মীর আমাদের হবে: পাকিস্তানের সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:০৭ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৫
বুধবার (৫ ফেব্রুয়ারি) আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফ্ফরাবাদ সফরে গিয়ে বক্তব্য দেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনীর/ ছবি: ট্রিবিউন এক্সপ্রেস

ভারতের দখলে থাকা কাশ্মিরও পাকিস্তানের অংশ হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনীর। বুধবার (৫ ফেব্রুয়ারি) আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফ্ফরাবাদ সফরে গিয়ে এই কথা বলেন তিনি।

জেনারেল মুনীর বলেন, ভারতের জম্মু কাশ্মিরের মানুষ পাকিস্তানে যোগ দিতে যে লড়াই করছে, সেটিতে আমরা সবসময় সমর্থন দিয়ে যাবো ও একদিন অবশ্যই পুরো কাশ্মির পাকিস্তানের অংশ হবে।

তিনি হুমকি দিয়ে বলেন, পাকিস্তানের বিরুদ্ধে যারা শক্তি প্রয়োগ করবে, তাদের বিরুদ্ধেও পাল্টা শক্তি প্রয়োগ করা হবে। সেই সঙ্গে আমরা পাকিস্তানের সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে যেকোনো মূল্যে রক্ষা করবো। কোনো সন্দেহ নেই যে কাশ্মিরের মানুষের ইচ্ছা ও লক্ষ্য অনুযায়ী, কাশ্মির একদিন স্বাধীন ও পাকিস্তানের অংশ হবে।

একই দিনে মুজাফ্ফরাবাদে কাশ্মির আন্দোলনে শহীদদের বেদিতে পুষ্পস্তব অর্পণ করেন অসীম মুনীর। তাছাড়া ভারতের অধীনে থাকা জম্মু কাশ্মিরের বিভিন্ন নেতা ও উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করেন তিনি।

এই নেতাদের তিনি আশ্বস্ত করেন, জম্মু কাশ্মিরে হিন্দুত্ববাদীদের অত্যাচার-নির্যাতন বেড়ে চলেছে। কিন্তু এতে এখানকার মানুষের মনোবল আরও শক্তিশালী হবে। আর কাশ্মিরবাসীর স্বাধীনতা সংগ্রামে পাকিস্তান সবসময় পাশে থাকবে।

পাকিস্তান শাসিত কাশ্মীর একটি আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল যার নিজস্ব আঞ্চলিক সরকার রয়েছে। কাশ্মির নিয়ে দীর্ঘ ৭০ বছর ধরে দ্বন্দ্ব চলে আসছে পাকিস্তান ও ভারতের মধ্যে। অঞ্চলটিকে এককভাবে নিজেদের বলে দাবি করে উভয় দেশই। তাছাড়া কাশ্মির নিয়ে দুই দেশের মধ্যে দুইবার যুদ্ধও হয়েছে।

সূত্র: ট্রিবিউন এক্সপ্রেস

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।