পরিকল্পনা বিষয়ে স্নাতকদের জন্য বিআইপির জব ফেয়ার
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পরিকল্পনাবিষয়ক গ্র্যাজুয়েটদের জন্য চাকরির সুযোগ করে দিতে জব ফেয়ার (চাকরির মেলা) করছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)।
শুক্রবার (২৬ আগস্ট) বিআইপির কনফারেন্স রুমে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। সকালে মেলার উদ্বোধন করেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ।
তিনি বলেন, একছাদের নিচে এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রসংসার। চাকরিপ্রার্থী ও কোম্পানিগুলোর মধ্যে এ ফেয়ার একটি সেতুবন্ধন তৈরি করবে।
মেলায় আবাসন ও অন্যান্য খাতের এক ডজনের বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। দেশে প্রথমবারের মতো এমন উদ্যোগ নিয়েছে বিআইপি।
উদ্যোক্তারা জানান, সেখানে দেশের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক চাকরিপ্রত্যাশী গ্র্যাজুয়েট অংশ নিচ্ছেন। যাদের অধিকাংশ বিআইপির সদস্য।
মেলা ঘুরে দেখা যায়, চাকরিপ্রত্যাশীরা বিভিন্ন স্টলে তাদের সিভি দিচ্ছেন। কোম্পানিগুলোর সঙ্গে প্রাথমিক সাক্ষাৎকারের পর্বও শেষ করছেন অনেকে।
এনএইচ/জেএস/এমএস