মতিঝিলে ইয়াবাসহ গ্রেফতার ২ কারবারি কারাগারে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ০৩ মার্চ ২০২৫

রাজধানীর মতিঝিল এলাকা থেকে আনুমানিক ১৫ লাখ টাকা মূল্যের পাঁচ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার দুই মাদক কারবারিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তারা হলেন- মো. আল-আমিন (৩৮) ও মামুন শেখ (৪০)।

সোমবার (৩ মার্চ) আদালতে মতিঝিল থানার সাধারণ নিবন্ধন শাখা সূত্রে জানা যায়, রোববার (২ মার্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে শনিবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় তাদের গ্রেফতার করে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ।

মামলার সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে কতিপয় মাদক কারবারি ইয়াবা বিক্রয়ের জন্য মতিঝিলের আরামবাগ এলাকায় অবস্থান করছে। পরে সেখানে অভিযান পরিচালনা করা হয়। তবে, অভিযানে পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর চেষ্টাকালে আল-আমিন ও মামুনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। এ ঘটনায় মতিঝিল থানায় গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এমআইএন/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।