চেম্বার জজ কোর্টের ‘নো অর্ডার’ বিষয়ে স্পষ্টীকরণ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০২ পিএম, ২৫ মার্চ ২০২৫
ফাইল ছবি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ কোর্ট থেকে প্রদত্ত ‘নো অর্ডার’ বিষয়ে স্পষ্টীকরণ করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞার সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্ট থেকে বিভিন্ন মামলায় ‘নো অর্ডার’ মর্মে আদেশ প্রচারিত হয়ে থাকে।

বিষয়টির প্রকৃত অর্থ সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকায় বিভিন্ন কর্তৃপক্ষ এবং সাধারণ বিচারপ্রার্থীরা অনেক সময় অসুবিধার সম্মুখীন হয়ে থাকেন। ফলে ‘নো অর্ডার’ এর প্রকৃত অর্থ সম্পর্কে স্পষ্টীকরণ প্রয়োজন।

এ অবস্থায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ কোর্ট থেকে কোনো মামলায় ‘নো অর্ডার’ মর্মে আদেশ প্রচারিত হলে আবেদনকারীর চাওয়া প্রতিকার মঞ্জুর করা হয়নি বলে গণ্য হবে। একই সঙ্গে এ বিষয়ে চেম্বার জজ কোর্ট বিতর্কিত আদেশ বা রায়ের বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই আবেদনটি নিষ্পত্তি করেছেন মর্মে গণ্য করতে হবে।

এফএইচ/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।