এস এম ফাইজুল হককে ঢাবির প্রভাষক পদে নিয়োগে হাইকোর্টের নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৪ পিএম, ০৮ মে ২০২৫
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে এস এম ফাইজুল হক ঈশানকে আগামী এক মাসের মধ্যে নিয়োগ দেওয়ার জন্য নির্দেশ দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বৃহস্পতিবার (৮ মে) হাইকোর্টের বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন।

রায়ের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী আহমেদ ইশতিয়াক।

এ বিষয়ে আইনজীবী মনজিল মোরসেদ জানান, ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তিনজন প্রভাষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে এস এম ফাইজুল হক ঈশান আবেদন করেন। পরে নিয়োগের নির্বাচনী বোর্ডসভায় তিনিসহ মোট তিনজন নির্বাচিত হন এবং তাদের নিয়োগের সুপারিশ করা হয়।

পরবর্তী সময়ে সিন্ডিকেট দুজনের নিয়োগের সুপারিশ করলেও ফাইজুলকে নিয়োগ দেয়নি। এতে তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেন। সে রিটে হাইকোর্ট রুল জারি করেন। ওই রুল যথাযথ ঘোষণা করে বৃহস্পতিবার রায় দেন হাইকোর্ট। রায়ে এক মাসের মধ্যে এস এম ফাইজুল হক ঈশানকে নিয়োগ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগকে নির্দেশ দিয়েছেন আদালত।

এফএইচ/এএমএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।