বৈদেশিক মুদ্রা ডাকাতি: ৫ জন রিমান্ডে, কারাগারে ১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৬ পিএম, ০৫ জুলাই ২০২৫
বৈদেশিক মুদ্রা ডাকাতির ঘটনায় গ্রেফতার ছয়জন

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় গাড়ি থামিয়ে প্রায় দেড় কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা ডাকাতির ঘটনায় জড়িত ডাকাতদলের পাঁচ সদস্যের রিমান্ড ও একজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (৫ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিনের আদালত এ আদেশ দেন।

গ্রেফতারদের মধ্যে মো. আবদুল্লাহ আল মামুন (২৫), মো. জাহিদুল ইসলাম ওরফে সোহাগ (২৬), মো. জয় হাসান (২৩) ও মো. বিজয়ের (২০) তিনদিনের ও মো. সাব্বির হোসেনের (২২) চারদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এছাড়া মো. আরিয়ানকে (২০) কারাগারে পাঠানো হয়েছে।

এদিন আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক রুহুল আমিন। আসামিপক্ষের পাঁচজনের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। আর আরিয়ানের আইনজীবী শিশু দাবি করে জামিন শুনানি করেন। শুনানি শেষে বিচারক পাঁচজনের রিমান্ড মঞ্জুর করেন ও একজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত চারদিনে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ।

জানা গেছে, গত ১ জুলাই বিকেল সাড়ে ৬টার দিকে ডাকাতির ঘটনা ঘটে। মুখোশধারী ও দেশীয় অস্ত্রে সজ্জিত ১০-১২ জনের একটি দল এমএম আয়াত ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের একটি প্রাইভেটকারের গতিরোধ করে অস্ত্রের মুখে প্রায় চার লাখ ৯১ হাজার ৫০০ সৌদি রিয়াল, ৪০০ ওমানি রিয়াল, ৩০ কুয়েতি দিনার ও ১২ হাজার ৩৫০ দিরহাম লুট করে নেয়। বাংলাদেশি মুদ্রায় যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা।

পুলিশ জানায়, প্রতিষ্ঠানটির কর্মচারী তুহিন ও অন্যান্য সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে এই ডাকাতির ছক আঁকেন। ঘটনার দিন উবার রাইড শেয়ারিংয়ের একটি প্রাইভেটকারে উত্তরা যাওয়ার সময় তুহিন তার লাইভ লোকেশন হোয়াটসঅ্যাপে দলীয় সহযোগীদের পাঠান। এরপর ঠিক নির্ধারিত স্থানে এসে দলটি গাড়ির গতিরোধ করে মুদ্রাভর্তি লাগেজ নিয়ে পালিয়ে যায়।

গ্রেফতারদের কাছ থেকে ডাকাতির অর্থ উদ্ধারসহ তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এমআইএন/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।