কামরাঙ্গীরচরে শিশু ধর্ষণ: আসামি রাজুর যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৫ পিএম, ০৭ জুলাই ২০২৫
আসামি মো. রাজু মিয়া/ছবি জাগো নিউজ

সাড়ে তিন বছর আগে রাজধানীর কামরাঙ্গীরচরের রূপনগর এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় আসামি মো. রাজু মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৭ জুলাই) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। রায়ে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

আসামির স্থাবর বা অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানার টাকা ভুক্তভোগীকে দেওয়ার জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন আদালত।

এদিন রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। রাজু মিয়া (২৮) কামরাঙ্গীরচরের রূপনগরের মৃত সুলতান মিয়ার ছেলে।

মামলার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৯ জানুয়ারি ১১ বছর বয়সী শিশুকে প্রতিবেশী রাজু মিয়া ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এরপর ১৫ জানুয়ারি পুনরায় ভুক্তভোগীকে ধর্ষণ করেন আসামি। বিষয়টি কাউকে জানালে ভুক্তভোগীকে ধর্ষণের হুমকি দেয় আসামি।

এ ঘটনায় ২৫ জানুয়ারি কামরাঙ্গীরচর থানায় মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্ত করে একই বছরের ১০ মে কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক মোস্তাকিম কবির আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার বিচার চলাকালে মোট ৮ জন আদালতে সাক্ষী দেন।

এমআইএন/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।