দুর্নীতির মামলা

মৃত্যুর ৩ বছর পর নির্দোষ প্রমাণিত বরিশাল সিটির সাবেক মেয়র কামাল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৭ পিএম, ২৪ জুলাই ২০২৫

মৃত্যুর তিন বছর পরে উচ্চ আদালতের রায়ে দুর্নীতির মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক মেয়র ও বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির সাবেক সভাপতি আহসান হাবিব কামাল। এ মামলায় অভিযুক্ত অন্য চারজনকে বেকসুর খালাস দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২৩ জুলাই) হাইকোর্টের বিচারপতি মো. সোহরাওয়ার্দীর একক বেঞ্চ এ আদেশ দেন। এসময় আদালত জামিনের সময় আদালতে জমা দেওয়া জরিমানার অর্থ পরিবারকে ফিরিয়ে দেওয়ার আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেন আহসান হাবিব কামালের পক্ষের আইনজীবী ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।

ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী জানান, দুদকের করা মামলায় ৫ আসামিকে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া প্রয়াত সাবেক মেয়র আহসান হাবীব কামাল ও ঠিকাদারকে এক কোটি টাকা জরিমানা করা হয়েছিল। ওই রায়ের বিরুদ্ধে করার আপিল শুনানি শেষে পাঁচজনকে খালাস দেওয়া হয়। জরিমানাও বাতিল করা হয়েছে। একই সঙ্গে আহসান হাবীব কামাল জামিনে মুক্ত পাওয়ার জন্য আদালতে জমা দেওয়া ৫০ লাখ টাকা পরিবারকে ফেরত দেওয়ার আদেশ দিয়েছেন উচ্চ আদালত।

বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা আহসান হাবীব কামলা ২০২২ সালের ৩১ জুলাই ঢাকার বনানি বাসায় মারা যান। তার ছেলে কামরুল আহসান রূপন বলেন, রাজনৈতিক কারণে মামলাটি করা হয়েছিল। সাজার কারণে বাবা ৮ মাস কারাগারে ছিলেন। এ বিষয়টি নিয়ে উচ্চ আদালত দুঃখ প্রকাশ করেছেন।

মামলার বরাতে আইনজীবী বলেন, বরিশাল পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন ১৯৯৫ সালের ২১ ডিসেম্বর থেকে ১৯৯৬ সালের ৩ জুন পর্যন্ত প্রতারণার মাধ্যমে আসামিরা ২৭ লাখ ৬০ হাজার ৬৩৯ টাকা ‘আত্মসাৎ’ করার অভিযোগ এনে মামলা করেন দুর্নীতি দমন কমিশন ঢাকা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল বাসেদ।

পৌর এলাকায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত দেখিয়ে টেলিফোন শিল্প সংস্থার জাল প্যাড তৈরি, ভুয়া দরপত্র আহ্বান, ভুয়া ঠিকাদার নিয়োগ ও প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত করে ২০১১ সালের ১৯ জুলাই আহসান হাবিব কামাল, সিটি করপোরেশনের বর্তমান তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওই সময়ের সহকারী প্রকৌশলী খান মো. নূরুল ইসলাম, ওই সময়ের পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. ইসাহাক, উপ-সহকারী প্রকৌশলী আব্দুস সত্তার ও ঠিকাদার জাকির হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। ২০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে গত বছর ২০ নভেম্বর বরিশালের বিভাগীয় বিশেষ জজ মো. মহসিনুল হক পাঁচ আসামিকে সাত বছর করে কারাদণ্ড দেন। মো. আহসান হাবিব কামাল ও সংশ্লিষ্ট ঠিকাদারকে এক কোটি টাকা করে জরিমানা করা হয়েছে।

এফএইচ/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।