বিএসবির বাশার আবারও রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ০৬ আগস্ট ২০২৫

বিদেশে উচ্চশিক্ষার প্রলোভন দেখিয়ে প্রতারণার মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের মালিক মো. খায়রুল বাশার বাহারের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৬ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহর আদালত এ আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক কেএম মফিজুর রহমান। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ১৪ জুলাই দুপুরে রাজধানীর ধানমন্ডি ৪ এর একটি ভবনের নিচতলা থেকে তাকে গ্রেফতার করা হয়। পর দিন ১৫ জুলাই ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন মাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহর আদালত তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষের শামসুদ্দোহা সুমন বলেন, বিদেশে উচ্চশিক্ষায় পাঠানোর কথা বলে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে ১ কোটি ১৮ লাখ ৩৪ হাজার ৫৭০ টাকা গ্রহণ করেন। কিন্তু তাদের বিদেশ না পাঠিয়ে বাশার এ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় ভুক্তভোগীরা ১ জুন মামলা করেন। এ মামলায় আজ তাকে আদালতে আনা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড চান। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ মামলার ১১ জন সাক্ষী রয়েছে। মূলত তাদের কাছ থেকে তিনি প্রতারণামূলকভাবে এ টাকাগুলো নিয়েছে। সেজন্য তার বিরুদ্ধে ৪০৬ ও ৪২০ ধারায় মামলা হয়েছে।

এমআইএন/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।