প্রার্থিতা নিয়ে মুন্সী ও দুই ভূঁইয়ার আপিল আবেদন কার্যতালিকায়

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৭ এএম, ২৯ জানুয়ারি ২০২৬
মো. আবদুল গফুর ভূঁইয়া, মো. মোবাশ্বের আলম ভূঁইয়া ও মঞ্জুরুল আহসান মুন্সী/ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনে বিএনপির তিন প্রার্থীর বিষয়ে পক্ষে-বিপক্ষে করা পৃথক পৃথক আপিল আবেদন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে আজ।

তারা হলেন- কুমিল্লা-১০ আসনে (নাঙ্গলকোট) মো. আবদুল গফুর ভূঁইয়া ও মো. মোবাশ্বের আলম ভূঁইয়া এবং কুমিল্লা-৪ আসনের প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে এ সংক্রান্ত বিষয়ে শুনানির জন্য রয়েছে।

এর মধ্যে রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে প্রার্থিতা ফিরে পেতে কুমিল্লা-১০ আসনে বিএনপির মো. আবদুল গফুর ভূঁইয়ার আবেদন (লিভ টু আপিল) শুনানির জন্য রয়েছে।

একই আসনে বিএনপির আরেক প্রার্থী মো. মোবাশ্বের আলম ভূঁইয়া। প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বৈধতা নিয়ে তিনি হাইকোর্টে রিট করেছিলেন। তার করা রিটের শুনানি নিয়ে ২৫ জানুয়ারি হাইকোর্ট রুল দিয়ে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেন।

একই সঙ্গে তাকে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেওয়া হয়। তিনি ইতিমধ্যে ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়েছেন। অন্যদিকে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে একই আসনের প্রার্থী হাসান আহমেদ আপিল বিভাগে লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) করেন।

আজ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, ‘হাসান আহমেদ বনাম মো. মোবাশ্বের আলম ভূঁইয়া এবং অন্য’ শিরোনামে লিভ টু আপিলটি (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় ১ নম্বর ক্রমিকে রয়েছে।

এদিকে আবদুল গফুর ভূঁইয়া দ্বৈত নাগরিক অভিযোগ করে ইসিতে আপিল করেন একই আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী কাজি নুরে আলম সিদ্দিকি।

গত ১৮ জানুয়ারি শুনানির পর গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিল করে ইসির দেওয়া সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে গফুর ভূঁইয়া হাইকোর্টে রিট করেন। শুনানি নিয়ে ২২ জানুয়ারি হাইকোর্ট রিট সরাসরি খারিজ করে দেন।

প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে গফুর ভূঁইয়া লিভ টু আপিল করেন। আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু বলেন, গফুর ভূঁইয়ার লিভ টু আপিলের ওপর গতকাল বুধবার শুনানি হয়েছে। আজ আদেশ হবে আশা করছেন তিনি।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, ‘মো. আবদুল গফুর ভূঁইয়া বনাম বাংলাদেশ অ্যান্ড অন্যান্য’ শিরোনামে গফুর ভূঁইয়ার করা লিভ টু আপিলটি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় ৪ নম্বর ক্রমিকে রয়েছে।

অন্যদিকে কুমিল্লা-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর লিভ টু আপিল শুনানির তালিকায় রয়েছে। আসনটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

মনোনয়নপত্র বাতিল করে ইসির দেওয়া সিদ্ধান্তের বৈধতা নিয়ে মঞ্জুরুল আহসান মুন্সী হাইকোর্টে রিট করেছিলেন। শুনানি নিয়ে ২১ জানুয়ারি হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করে আদেশ দেন।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে মঞ্জুরুল আহসান মুন্সী আপিল বিভাগে আবেদন করেন। গত ২৬ জানুয়ারি আপিল বিভাগ শুনানি ২৮ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেন। এর মধ্যে হাইকোর্টের আদেশের প্রত্যায়িত অনুলিপি পেয়ে তিনি নিয়মিত লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) করেন। এই লিভ টু আপিলটি আপিল বিভাগের আজকের কার্যতালিকায় ওঠে।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, ‘মঞ্জুরুল আহসান মুন্সী বনাম বাংলাদেশ নির্বাচন কমিশন অ্যান্ড অন্য’ শিরোনামে মঞ্জুরুল আহসানের করা লিভ টু আপিলটি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় ২ নম্বর ক্রমিকে রয়েছে।

মঞ্জুরুল আহসানের মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণা করেছিলেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তার এ সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

তিনি আপিলে অভিযোগ করেছিলেন, বিএনপির প্রার্থী ঋণখেলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুনানি শেষে ১৭ জানুয়ারি হাসনাত আবদুল্লাহর আপিল মঞ্জুর করে ইসি। এতে মঞ্জুরুল আহসানের মনোনয়নপত্র বাতিল হয়। ইসির ওই সিদ্ধান্তের বৈধতা নিয়ে মঞ্জুরুল আহসান হাইকোর্টে রিট করেছিলেন, যা সরাসরি খারিজ হয়েছে।

এফএইচ/বিএ 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।