বগুড়া জেলা পরিষদ নির্বাচন স্থগিত


প্রকাশিত: ১০:০২ এএম, ২৪ এপ্রিল ২০১৭

বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান পদের নির্বাচন আগামী ৮ জুন পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে রিটকারীকে কেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

সংক্ষুব্ধ এক ভোটারের করা রিট আবেদনের শুনানি শেষে সোমবার হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এস এম মাসুদ হোসাইন দোলন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইসরাত জাহান।

এর আগে সকালে বগুড়ার মোকামতলা ইউনিয়নের ২নং সংরক্ষিত আসনের মেম্বার মোছা. ফাহিমা বেগমকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না করায় হাইকোর্টে রিট আবেদন করেন তিনি।

প্রসঙ্গত, আগামীকাল মঙ্গলবার (২৫ এপ্রিল) বগুড়া জেলা পরিষদের শুধু চেয়ারম্যান পদে ভোটগ্রহণের দিন ধার্য আছে। এর আগে ২০১৬ সালের ২৮ ডিসেম্বর চেয়ারম্যান পদ বাদে অন্য সব পদে বগুড়া জেলা পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এফএইচ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।