পাসপোর্টের হিসাবরক্ষক জসিম কারাগারে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০২ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৯
প্রতীকী ছবি

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সিলেট পাসপোর্ট অফিসের হিসাবরক্ষক জসিম উদ্দিন ভূঁইয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (১৫ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাইকোর্টের দেয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন জসিম উদ্দিন। দুদকের আইনজীবী জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, জসিম উদ্দিন ভূঁইয়া অবৈধভাবে অর্জিত অর্থ দিয়ে নিজ ও স্ত্রীর নামে চট্টগ্রাম জেলার মীরসরাই থানাধীন বিভিন্ন মৌজায় জমি ক্রয়সহ জ্ঞাত আয়বহির্ভূত মোট ১৭ লাখ ২৭ হাজার ৫৭৩ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেন। এসব সম্পদ তিনি ভোগদখলে রাখেন। এছাড়া দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে তিনি নিজ ও স্ত্রীর নামে ২৬ লাখ ৮০ হাজার টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেন। এ অভিযোগে গত ৪ আগস্ট দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) দুদকের সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান মামলাটি করেন।

জেএ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।