চার যুক্তিতে দৈনিক সংগ্রাম সম্পাদকের জামিন আবেদন শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৫ এএম, ১৩ মে ২০২০

রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় কারাগারে থাকা দৈনিক সংগ্রামের প্রকাশক ও সম্পাদক আবুল আসাদের জামিন চেয়ে আবেদনের বিষয়ে শুনানি আজ।

বুধবার (১৩ মে) হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানির কথা রয়েছে। এর আগে ১১মে আবুল আসাদের পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এ আবেদন করেন।

জামিন আবেদনের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী মুহাম্মদ শিশির মনির জাগো নিউজকে বলেন, ‘ভার্চুয়াল আদালতে প্রথম আবেদনকারী হিসেবে আবুল আসাদের জামিন আবেদন দায়ের করেছি। আজই সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন এ আবেদনের পক্ষে ভিডিও কনফারেন্সে শুনানি করবেন।’

অ্যাডভোকেট শিশির মনির জানান, আবুল আসাদের জামিনের জন্য চারটি যুক্তি তুলে ধরা হবে।

চার যুক্তি হলো

১.৮০ বছর বয়স্ক একজন প্রবীণ নাগরিক।

২. শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন।

৩.তার ডান চোখের দৃষ্টিশক্তি ক্রমান্বয়ে হারিয়ে ফেলছেন। চিকিৎসকরা অতিসত্ত্বর তার ডান চোখে ক্যাটারেক্ট সার্জারির পরামর্শ দিয়েছেন। শ্বাসকষ্টের রোগী হওয়াতে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ারও প্রবল ঝুঁকিতে রয়েছেন তিনি। কিন্তু দীর্ঘদিন আদালত বন্ধ থাকায় জামিন আবেদন করার সুযোগ পাচ্ছেন না।

৪. দৈনিক সংগ্রামে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে শহীদ লিখেছেন এটা আদালত অবমাননা হতে পারে, রাষ্ট্রদ্রোহ না।

সংশ্লিষ্ট কোর্ট সূত্রে জানা যায়, গত ১১ মে ভার্চুয়াল বেঞ্চ গঠনের পর এটাই প্রথম জামিন আবেদন। এ ছাড়া আরও দুটি জামিন আবেদন জমা পড়েছে। একটি আইনজীবী দেওয়ান মো. আবু ওবায়েদ হোসেন করেন। আন্যটি করেন মো.শাহীন মিয়া নামের অরেকজন আইনজীবী।

২০১৯ সালের ১২ ডিসেম্বর দৈনিক সংগ্রাম পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাদের মোল্লাকে শহীদ হিসেবে উল্লেখ করা হয়। এ ঘটনায় ১৩ ডিসেম্বর রাতে ঢাকা সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আফজাল সংগ্রাম পত্রিকার সম্পাদকসহ সাত-আটজনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। এর আগে ১৩ ডিসেম্বর সন্ধ্যায় সংগ্রামের কার্যালয় থেকে সম্পাদক আবুল আসাদকে হেফাজতে নেয় হাতিরঝিল থানা পুলিশ।

এফএইচ/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।