২২ বিচারক করোনায় আক্রান্ত, প্রশিক্ষণ স্থগিত
রাজধানীর জাতীয় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিতে আসা দেশের বিভিন্ন আদালতের সহকারী জজ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদমর্যাদার ২২ জন বিচারক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা সবাই ৪৩ ও ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিতে এসেছিলেন।
বিচারকদের করোনা পজিটিভ হওয়ায় অসামাপ্ত রেখেই দুই মাসের প্রশিক্ষণ কর্মশালা স্থগিত ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে এই ২২ বিচারককে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইসোলশনে রাখা হয়েছে।
সোমবার (১৭ জানুয়ারি) ইনস্টিটিউটের নির্ভরযোগ্য সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ৯ জানুয়ারি দেশের বিভিন্ন আদালতে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বপালনকারী ৭০ জন সহকারী জজের দুই মাসব্যাপী প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ চলাকালে পাঁচজন সহকারী জজের করোনা উপসর্গ দেখা দেয়। পরে তাদের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার রিপোর্টে সবারই করোনা পজিটিভ আসে।
এরপর প্রশিক্ষণে অংশ নিতে আসা সব বিচারকদের করোনা টেস্ট করা হলে সেখানে আরও ১৭ জনের রিপোর্ট পজিটিভ আসে।
এ পরিস্থিতিতে দুই মাসের প্রশিক্ষণ কর্মশালা অসামাপ্ত রেখেই গত ১৫ জানুয়ারি স্থগিত ঘোষণা করা হয়।
এফএইচ/এমকেআর/জিকেএস