ভিকারুননিসায় আরও দুই বোনকে ভর্তির নির্দেশ

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণিতে দুই বোনকে ভর্তি করানোর নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন রিটকারী আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।
ওই দুই শিক্ষার্থীর পক্ষে অভিভাবকের করা রিটের শুনানি নিয়ে সোমবার (৬ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের এবং বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আদালতে আজ রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।
আরও পড়ুন>>> ভিকারুননিসায় ৪১ সহোদরকে ভর্তির নির্দেশ হাইকোর্টের
ইউনুছ আলী আকন্দ বলেন, বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজ (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তির নীতিমালা, ২০২২ অনুসারে অধ্যয়নরত কোনো শিক্ষার্থীর সহোদর, জমজ ভাই-বোন যদি একই শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শ্রেণিতে ভর্তির আবেদন করে, তবে ওই প্রতিষ্ঠানের ভর্তি যাচাই-বাছাই কমিটিকে তার ভর্তি নিতে বলা হয়েছে। এ শিশুর সহোদরা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে পড়ে। সমস্যা হচ্ছে গত ১৬ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় এক পরিপত্র জারি করে নীতিমালাটিতে সংশোধন আনে। এতে সহোদর, সহোদরা বা জমজ ভাই-বোনদের ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশের বাধ্যবাধকতা আরোপ করা হয়। এরপর এ দুই শিশুর অভিভাবক পরিপত্রটি চ্যালেঞ্জ করে রিট করেছিলেন।
কারণ তারা যখন আবেদন করে তখন ৫ শতাংশের বিধান ছিল না। এ কারণে আদালত এ ৪১ জনের ক্ষেত্রে ওই বিধান স্থগিত করে রুল জারি করেছেন। পাশাপাশি তাদের ভর্তি করাতে নির্দেশ দিয়েছেন বলে জানান আইনজীবী ইউনুছ আলী আকন্দ। এর আগে ৩১ জানুয়ারি হাইকোর্টের একই বেঞ্চই ৪১ সহোদরাকে ভিকারুননিসায় ভর্তির নির্দেশ দিয়েছিলেন।
এফএইচ/এমআইএইচএস/এমএস