চট্টগ্রামে দুই ইয়াবা ব্যবসায়ীর ১৫ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৩

চট্টগ্রামের পতেঙ্গায় আট বছর আগে পাঁচ লাখ ইয়াবা উদ্ধারের মামলায় দুই মাদক ব্যবসায়ীকে ১৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মহানগর চতুর্থ অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক শরীফুল আলম ভূঁঞা এ রায় দেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নোমান চৌধুরী এ তথ্য জানান।

দণ্ডিতরা হলেন- লক্ষ্মীপুরের হারুনবাজার এলাকার আবদুল খালেকের ছেলে মো. লোকমান (৪০) ও আজাদনগর এলাকার আবদুল মান্নানের ছেলে মো. হান্নান (৪৮)। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা মূলে তাদের কারাগারে পাঠানো হয়।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ১৩ মে রাতে নগরীর পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকা থেকে মো. লোকমান ও মো.হান্নানকে পাঁচ লাখ ইয়াবাসহ গ্রেফতার করে র্যাব। ওই ঘটনায় র্যাব-৭ এর তৎকালীন ডিএডি এম জি রব্বানী বাদী হয়ে পতেঙ্গা থানায় মামলা দায়ের করেন।

পরে পুলিশ তদন্ত শেষে দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। ২০২১ সালের ৩ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করেন আদালত। বিচার চলাকালে আটজনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

ইকবাল হোসেন/বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।