আপিল বিভাগ
সরকার নির্ধারিত দামেই সামিটকে বিদ্যুৎ বেচতে হবে
সরকার নির্ধারিত দামেই সামিট গ্রুপকে বিদ্যুৎ বিক্রি করতে হবে বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে সরকারের কাছে সামিটের পাওনা বাবদ দাবি করা ৭৫০ কোটি টাকা দিতে হাইকোর্টের রায় বাতিল করে দিয়েছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার (৯ মার্চ) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
আরও পড়ুন: জুনে পরীক্ষামূলক উৎপাদন, ডিসেম্বরে পুরোদমে চালু
সরকারের সঙ্গে চুক্তি বাবদ যে টাকায় গ্যাস কিনে সামিট তার চেয়ে বেশি দামে বিদ্যুৎ বিক্রি করতে চেয়ে এ মামলা হয়। একই সঙ্গে ২০১৫ সালে তারা হাইকোর্টে রিট করে জিতেও যায়। এরই পরিপ্রেক্ষিতে আপিল করে আজ জিততো বিদ্যুৎ বিভাগ।
আরও পড়ুন: ৫০ বছরে বিদ্যুৎখাতে বৈপ্লবিক পরিবর্তন
তবে এতে সরকারের সঙ্গে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ চুক্তিতে প্রভাব পড়বে না।
এফএইচ/এমকেআর/এএসএম