বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে সুপ্রিম কোর্টে বৃক্ষরোপণ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৩ পিএম, ১৭ মার্চ ২০২৩

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সুপ্রিম কোর্টে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ কর্মসূচির উদ্বোধন করেন।

কর্মসূচিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রাব্বানী, আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমানসহ সুপ্রিম কোর্টের কর্মকর্তারা।

আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান জাগে নিউজকে বলেন, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সকাল ১০টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশের মানুষকে গাছ লাগানোর অনুরোধ জানান।

এর আগে সকাল সাড়ে ৭টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এফএইচ/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।