সীতাকুণ্ডে বিস্ফোরণ

সীমা অক্সিজেন প্ল্যান্ট পরিচালক সান্টুর জামিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ২২ মার্চ ২০২৩
সীমা অক্সিজেন প্ল্যান্টের পরিচালক পারভেজ উদ্দিন সান্টু

চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় করা মামলায় প্ল্যান্টের পরিচালক পারভেজ উদ্দিন সান্টুকে জামিন দিয়েছেন আদালত। বুধবার (২২ মার্চ) দুপুরে সীতাকুণ্ড সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহরিয়ার ইকবাল তাকে জামিন দেন।

মানবাধিকার আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান জামিনের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। পারভেজ উদ্দিন সান্টুর পক্ষের জামিন শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল।

গত ৪ মার্চ বিকেলে সীতাকুণ্ডের কদমরসুল কেশবপুর এলাকায় সীমা স্টিলের অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ ঘটে। ভয়াবহ এ বিস্ফোরণে কেঁপে ওঠে কয়েক কিলোমিটার এলাকা। ঘটনাস্থলের প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে ছিটকে পড়ে বিস্ফোরিত ইস্পাতের টুকরো।

আরও পড়ুন: তদন্ত প্রতিবেদনের ৪ ঘণ্টার মধ্যেই সীমা অক্সিজেনের এমডি গ্রেফতার

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার মধ্যে আগুণ নিয়ন্ত্রণে আনে। ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। ৩০ জনের মতো আহত হন।

জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি গত ১৪ মার্চ জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের হাতে প্রতিবেদন জমা দেন। তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার চার ঘণ্টার মধ্যেই ওই রাতেই সীমা অক্সিজেনের পরিচালক সান্টুকে গ্রেফতার করে শিল্প পুলিশ। তিনি মামলার দুই নম্বর আসামি।

ইকবাল হোসেন/বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।