জনগণ তাকিয়ে আছে ন্যায়বিচার দেখতে: হাইকোর্ট

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৯ পিএম, ২৭ মার্চ ২০২৩
ফাইল ছবি

র‌্যাব হেফাজতে নওগাঁয় নারীর মৃত্যুর অভিযোগের বিষয়টি নজরে নিয়ে হাইকোর্ট বলেছেন, ‘জনগণ তাকিয়ে আছে ন্যায়বিচার দেখতে। আর আমরা আছি ন্যায়বিচার করতে।’

আটকের পর র‌্যাবের হেফাজতে সুলতানা জেসমিন নামের ওই নারীর মৃত্যুর অভিযোগের ঘটনার পর সোমবার (২৭ মার্চ) হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিক। এরপর আদালত এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার (২৮মার্চ) দিন ধার্য করেন।

আইনজীবী মনোজ কুমার ভৌমিক আদালতে এসব খবর উপস্থাপন করে বলেন, ‘গত বুধবার তাকে (সুলতানা জেসমিনকে) আটক করে হেফাজতে নেয় র‌্যাব। আটক করার ৩১ ঘণ্টা পর তার বিরুদ্ধে মামলা হয়। আর হেফাজতে নেওয়ার পর অসুস্থ হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গত শুক্রবার (২৪ মার্চ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মাথায় আঘাত পাওয়ার কথা বলা হয়েছে।'

তিনি আরও বলেন, ‘আমি খোঁজ-খবর নিয়ে জানতে পেরেছি এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। তবে নিহতের পরিবারের অভিযোগ ওই নারীর হেফাজতে মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগ সত্য হলে এটি খুবই গুরুতর অভিযোগ। বিষয়টির তদন্ত হওয়া উচিত।’

আরও পড়ুন>>> র‌্যাবের হাতে গ্রেফতার নারীর মৃত্যু

এসময় আদালত সহকারী অ্যাটির্নি জেনারেল আবুল কালাম খান দাউদকে উদ্দেশ্য করে বলেন, ‘এই মুহূর্তে খোঁজ নেন কোনো মামলা হয়েছে কি না। ১৫ মিনিটের মধ্যে খোঁজ নিয়ে জানান।’

রাজশাহী মহানগর পুলিশের কমিশনারের কাছে খোঁজ নেওয়ার পর সহকারী আইন কর্মকর্তা দাউদ আদালতে বলেন, ‘গত ২৪ মার্চ চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। সুরতহাল, ময়নাতদন্তের পর যথাযথ প্রক্রিয়ায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’

এ ঘটনায় কোনো মামলা হয়েছে কি না, আদালত জানতে চাইলে আবুল কালাম খান দাউদ বলেন, ‘রাষ্ট্র তো মামলা কেন, নিহতের পরিবারের সদস্যরা এখন পর্যন্ত কোনো মামলা করেনি।’

এসময় আদালত ক্ষোভ দেখিয়ে বলেন, ‘কে বলেছে রাষ্ট্র মামলা করতে পারে না? কোথায় পেয়েছেন? পরিবারের সদস্যরা মামলা করেনি তো কী হয়েছে? রাষ্ট্রের কি কোনো দায়িত্ব নেই? অনেক ক্ষেত্রেই রাষ্ট্র মামলা করতে পারে। অভিযোগ উঠেছে হেফাজতে এই নারীর মৃত্যু হয়েছে। সারাদেশে এ নিয়ে আলোচনা চলছে।’

মাথায় আঘাতের বিষয়ে ময়নাতদন্ত প্রতিবেদনে কী বলা হয়েছে, আদালত তা জানতে চাইলে আবুল কালাম খান দাউদ বলেন, ‘এ বিষয়গুলো জানতে হলে সময় দিতে হবে। ময়নাতদন্তের রিপোর্টটি আনতে হবে।’

আরও পড়ুন>>> হাইকোর্টে সুরতহাল-ময়নাতদন্তের প্রতিবেদন তলব

তখন আদালত বলেন, ‘এখনি ফ্যাক্স করে ময়নাতদন্ত প্রতিবেদন পাঠাতে বলেন। পত্র-পত্রিকায় এসেছে ওই নারীর মাথায় আঘাতের কথা বলেছেন চিকিৎসকরা। কিন্তু পত্রিকার প্রতিবেদন ধরে তো আর বিচার করা যাবে না। আমাদের দেখতে হবে আগে থেকেই মাথায় ইনজুরি ছিল কি না, নাকি নতুন ইনজুরি হয়েছে এবং সে ইনজুরির কারণে তার মৃত্যু হয়েছে কি না। কেন তাকে হেফাজতে নেওয়া হয়েছিল? কারা হেফাজতে নিয়েছিল? কে বা কারা জিজ্ঞাসাবাদ করেছে? নাম-পদবিসহ বিস্তারিত উল্লেখ করে আমাদের জানান।’

রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে আদালত বলেন, ‘দেশের মানুষ আপনাদের দিকে তাকিয়ে থাকে দেখতে যে, আপনারা আপনাদের দায়িত্ব ঠিকমতো পালন করেন কি না। ন্যায়বিচার নিশ্চিত করতে হলে সবাইকে মিলেই তা নিশ্চিত করতে হবে। শুধু বিচার না, ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।’

সুলতানা জেসমিন নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে অফিস সহকারী পদে চাকরি করতেন। র‌্যাবের দাবি, প্রতারণার অভিযোগের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য গত বুধবার সুলতানা জেসমিনকে আটক করা হয়। আটকের পর অসুস্থ হয়ে তিনি মারা গেছেন। তবে স্বজনদের অভিযোগ, হেফাজতে নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে।

এফএইচ/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।