সহকারী জজ নিয়োগ: লিখিত পরীক্ষা শুরু ২১ মে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ২৫ এপ্রিল ২০২৩
প্রতীকী ছবি

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের প্রবেশ পদ সহকারী জজ নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২১ মে থেকে শুরু হবে এ পরীক্ষা। চলবে ৩১ মে পর্যন্ত। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং আন্তর্জাতিক বিষয়ে লিখিত পরীক্ষা হবে।

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ (জেলা ও দায়রা জজ) এএম রেজা জাকেরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের লিখিত পরীক্ষা সিদ্ধেশ্বরী গার্লস কলেজে অনুষ্ঠিত হবে। আবশ্যিক সাধারণ ও আইন বিষয়সমূহের পরীক্ষা ২১ মে থেকে চলবে ৩০ মে পর্যন্ত। আর ঐচ্ছিক বিষয়ে লিখিত পরীক্ষা হবে ৩১ মে।

আসন বিন্যাস এবং পরীক্ষা কেন্দ্রে কমিশনের ওয়েবসাইটে ১৮ মে প্রকাশ করা হবে।

এর আগে ১৮ মার্চ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকায় তিনটি কেন্দ্রে একযোগে ১৬শ বিজেএসের প্রাথমিক (প্রিলিমিনারি) পরীক্ষা হয়। এরপর ১৯ মার্চ ঘোষণা করা হয় পরীক্ষার ফল। এ পরীক্ষায় এক হাজার ৮২ জন উত্তীর্ণ হন।

এফএইচ/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।