মতিঝিল আইডিয়ালের অধ্যক্ষকে হাইকোর্টে তলব

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৯ পিএম, ২৩ মে ২০২৩
ফাইল ছবি

ম্যানেজিং কমিটি সংক্রান্ত জটিলতায় মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফৌজিয়া রাশেদী ও গভর্নিং বডির সভাপতি আবু হেনা মোরশেদ জামানকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১ জুন তাদের সশরীরে উপস্থিত হয়ে উচ্চ আদালতের আদেশ প্রতিপালন না করার বিষয়ে ব্যাখ্যা করতে বলেছেন হাইকোর্ট।

রিটকারী আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে মঙ্গলবার (২৩ মে) হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নাওরোজ মো. রাসেল চৌধুরী।

ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটিতে (গভর্নিং বডির) নিয়ম বা রুল অনুযায়ী দুজন অবিভাবক সদস্য মনোনীত হয়ে থাকেন। তাদের মধ্যে কেউ কোনো একজন সদস্য মারা যাওয়ার পর তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি (তৃতীয় সর্বোচ্চ ভোট পাওয়া ব্যক্তি) ওই পদে (কোঅপ্ট) যুক্ত করার নিয়ম রয়েছে।

কিন্তু মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচনে নির্বাচিত অবিভাবক সদস্য ছিলেন মরহুম জাহিদুল ইসলাম টিপু (মতিঝিল থানা আওয়ামী লীগ নেতা)। তার মৃত্যুতে শূন্য হওয়া অবিভাবক সদস্য হিসেবে আনিসুর রহমান তাকে তৃতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী হিসেবে যুক্ত (কোঅপ্ট) করার জন্য আবেদন করেন। কিন্তু সেই আবেদনে গ্রহণ না করায় আনিসুর রহমান হাইকোর্টে ২০২২ সালের ১০ নভেম্বর রিট আবেদন করেন।

ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট গত ১১ ডিসেম্বর আনিসুর রহমানকে ৩০ দিনের মধ্যে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডিতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন। কিন্তু অনেক আগে আদালতের আদেশের ৩০ দিন পার হলেও আনিসুর রহমানকে গভর্নিং বডিতে অন্তর্ভুক্ত করা হয়নি।

এরপর উচ্চ আদালতের আদেশ প্রতিপালন না করায় ওই রিটটির শুনানিতে আদালতের আদেশ যথাযথভোবে পালন না করায় তার ব্যাখ্যা দিতে মতিঝিল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আবু হেনা মোরশেদ জামান ও স্কুলের অধ্যক্ষ ফৌজিয়া রাশেদীকে তলব করেছেন হাইকোর্ট।

এফএই/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।